নিচের চিত্রটি দেখ এবং
প্রশ্ন গুলোর উত্তর দাও।
প্রশ্ন ১: বস্তুটিকে ছাদের উপর ওঠাতে
কি পরিমান কাজ করা হয়েছে? সমীকরনের মাধ্যমে প্রকাশ কর?
সমাধান ১ : কাজের পরিমানের সমীকরন: বস্তুটিকে
ছাদে ওঠাতে কাজের পরিমাপ W = Fx
এখানে W
= মোট কাজের পরিমান
F =
প্রযুক্ত বল
x =
ছাদের উচ্চতা
অতএব, কাজের পরিমানের সমীকরন, W = Fh [∵ x=h]
বা, W = F ×
20m
[∵ h=20m]
∴ W = 20 fm
বি:দ্র: কাজ, W = Fx; F = বল; x = দূরত্ব বা উচ্চতা
প্রশ্ন ২:
বস্তুটিকে ছাদের উপর ওঠাতে যদি ৫০ একক বল প্রয়োগ করা হয় তাহলে কাজের পরিমান নির্ণয়
কর।
সমাধান ২ : কাজের পরিমান নির্ণয়:
আমারা জানি, কাজের পরিমান, W = Fh………………
(𝖎)
এখানে, F = বস্তুটিকে ছাদে ওঠাতে প্রয়োগকৃত বল
= ৫০ নিউটন (একটি একক এস.আই এককে দেওয়া ছিল
বলে একেও এস.আই এককে দেখানো হল)
X = h =
ছাদের উচ্চতা = ২০ মিটার
(𝖎) নং সমীকরনে মান বসিয়ে পাই,
কাজের পরিমান, W = ৫০ নিউটন × ২০ মিটার
= ১০০০ নিউটন
= ১০০০ জুল
অতএব, নির্নেয়
কাজের পরিমান ১০০০ জুল।
Welcome.
ReplyDelete