চতুর্দশ অধ্যায় (দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি)
জ্ঞানমূলক:
১। বাংলাদেশের গ্রামাঞ্চলে যে ধরনের চুলা ব্যবহার করা হয় তার মাত্র শতকরা কত ভাগ তাপ শক্তি কাজে লাগে?
ক. ১০-৩০ খ. ১০-১৫
গ. ৮০-৯০ ঘ. ৭০-৮০
২। রেডিওর প্রেরক যন্ত্রে প্রথমে কী থাকে?
ক. মাইক্রোফোনখ. স্পিকার
গ. অ্যানটেনাঘ. রেকর্ডার
৩।বায়ো গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
ক. ২০-৩০ ভাগ খ. ৩০-৪০ ভাগ
গ. ৬০-৭০ ভাগ ঘ. ৫০-৬০ ভাগ
৪।কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
ক. সিপিইউ খ. মাউস
গ. মনিটর ঘ. কী-বোর্ড
৫।শব্দকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়—
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৬।পিসি-এর প্রধান অংশ কয়টি?
ক. তিনটিখ. দুটি
গ. চারটিঘ. ছয়টি
৭।উন্নত চুলার ঝিকগুলোর উচ্চতা কত?
ক. ০.৫ ইঞ্চি খ. ৫ ইঞ্চি গ. ৬ ইঞ্চি ঘ. ০.৬ ইঞ্চি
৮।উন্নত চুলায় শতকরা কত ভাগ জ্বালানি খরচ কম হয়?
ক. ৫০-৬০ ভাগ খ. ৫০-৭০ ভাগ
গ. ৪০-৫০ ভাগ ঘ. ৮০-৯০ ভাগ
৯।টেলিভিশনে ছবি প্রেরণ করা হয় কীভাবে?
ক. আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে। খ. চুম্বক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।
গ. বিদ্যুত্ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। ঘ. কোনটিই নয়।
অনুধাবনমূলক:
১০।টেলিফোনের সাথে কোনটি যুক্ত থাকে?
ক. ফ্যাক্স খ. টেলেক্স গ.রেডিও ঘ. মোবাইল
১১। কাঠ, গোবর ইত্যাদি জ্বালানি পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তার কত ভাগ কাজে লাগে?
ক. ১০%-১৫% খ. ৮০%-৯০%
গ. ২০%-৩০% ঘ. ১০%-৭০%
১২।কোনটি শক্তির নবায়নযোগ্য উত্স?
ক. বিদ্যুত্ খ. তাপ গ. সৌরশক্তি ঘ. অকটেন
১৩।রেডিও কে আমরা অন্য কি নামে ডাকি?
ক. ট্রান্সফরমার খ. ট্রানজিস্টর
গ. সলিনঘেড ঘ. বিবর্ধক
১৪। শব্দ এবং ছবি দুটি একত্রে কোন যন্ত্রে পাঠান হয়?
ক.টেলিভিশনখ.রেডিওগ.টেলিগ্রাফঘ. কম্পিউটার
প্রয়োগমূলক:
১৫। মাইক্রোফোনের কাজ কী?
ক. শব্দ শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করা।
খ. বিদ্যুত্ শক্তি শব্দ শক্তিকে রূপান্তরিত করা
গ. বিদ্যুত্ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. উপরের সবকটি
১৬। বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গ শূন্যে প্রেরণ করা হয় কিসের সাহায্যে? ক.অ্যানটেনার সাহায্যে খ. প্রেরক যন্ত্রের সাহায্যে
গ. ট্রানজিস্টরের সাহায্যে ঘ. অনিকট বলের সাহায্যে
১৭। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. মিথেন
উচ্চতর দক্ষতামূলক:
১৮।চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য নিচের কোনটি সংযোজন প্রয়োজন?
ক. কর্নিয়া খ. আইরিশ
গ. অক্ষিগোলক ঘ. রেটিনা
১৯।বায়ো গ্যাসে মিথেন ছাড়া আর কী থাকে?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. কার্বনমনো-অক্সাইড
গ. সালফার-ডাই-অক্সাইড
ঘ. সালফার-ট্রাই-অক্সাইড
২০।রেডিওর ক্ষেত্রে বিদ্যুত্ শক্তিকে কয়েকটি যন্ত্রের সাহায্যে কী করে বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করা হয়? ক. খর্ব করে খ. সৌর কোষ ব্যবহার করে
গ. বিবর্ধিত করে ঘ. চার্জ করে।
২১।কম্পিউটার হচ্ছে বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার, কারণ—
i. দ্রুত কাজ করা যায়
ii. নির্ভুলভাবে কাজ করা যায়
iii. দামি যন্ত্র।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। উন্নত চুলার বৈশিষ্ট্য হলো—
i. ঝিকগুলোর উচ্চতা কম ii. চুলার বাইরে অল্প দূরত্বে একটি ছাঁকনী থাকে
iii. চুলার ছাঁকনির নিচে বাতাস ঢোকার জন্য পথ আছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
২৪। কোনটির মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান করা যায়—
i.টেলেক্স ii. ফ্যাক্স iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. ii ও iii
২৫। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৬। বায়োগ্যাসে রান্না, বাতি, পাম্প ইত্যাদি চালানো যায়। তবে বায়ো গ্যাস পাওয়া যায়—
i. প্রাকৃতিক খনিজ রূপে মাটির নীচে
ii. গোবর এবং অন্যান্য পচনশীল বস্তু থেকে।
iii. বিভিন্ন প্রাণীর মলমূত্র এবং আবর্জনা ও কচুরিপানা পচিয়ে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
২৭। নিচের কোন যন্ত্রটির সাথে টাইপ রাইটার যুক্ত থাকে?
i. ফ্যাক্স মেশিন ii. টেলেক্স iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৮। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে—
i. হূিপন্ড ii. কিডনী iii. লিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
২৯।টিকার মাধ্যমে প্রতিরোধ যোগ্য—
i. হাম, ধনুস্টংকার ii. বসন্ত, ডিপথেরিয়া
iii. পোলিও, হুপিংকাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ সম্ভব—
i. যক্ষ্মা ii. টাইফয়েড iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
পঞ্চদশ অধ্যায়
উদ্ভিদের অংগসংস্থান : ফল ও বীজ
জ্ঞানমূলক:
৩১। কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উত্পন্ন হয়?
ক. চালতা খ. কুল গ. ডুমুর ঘ. আপেল
৩২। কোনটি গুচ্ছ ফল?
ক. পদ্ম খ. আনারস গ.আম ঘ. ডুমুর
৩৩। কোনটি বীজপত্র পাতলা?
ক. কুমড়া খ. মটর গ. শিম ঘ. রেড়ি
৩৪।পারথেনোকার্পিক ফল কোনটি?
ক. আতা খ. কলা গ. কালো জাম ঘ. কাঁঠাল
৩৫। কোনটি প্রকৃত ফল?
ক. মটর খ. চালতা গ. আপেল ঘ. ডুমুর
৩৬। ভ্রণাক্ষের অগ্র প্রান্তকে কী বলে?
ক. ভ্রণ মুকুল খ. বিটপ
গ. ভ্রণমূল ঘ. এপিকটাইন
৩৭। কোনিট রসালো বা সরস ফল?
ক. মটর খ. শসা গ. ঝিংগা ঘ. শিম
৩৮। কোনিট নীরস ফল?
ক. সরিষা খ. পেয়ারা গ. আপেল ঘ. আম
৩৯। জরায়ুজ অংকুরোদগম ঘটে কোনটির?
ক. কাঁকরা খ. নিম গ. সেগুন ঘ. শিমুল
৪০। একবীজপত্রী বীজ কোনটি?
ক. ধান খ. শসা গ. মটর ঘ. ছোলা
৪১। আনারস কোন্ জাতীয় ফল?
ক. গুচ্ছ ফল খ. সরস ফল
গ. যৌগিক ফল ঘ. রসালো ফল
৪২। ভালোভাবে অংকুরোদগমের জন্য কোনটি দরকার?
ক. অক্সিজেন খ. পানি গ. তাপ ঘ. সবগুলো
৪৩। শ্বাসমূল থাকে কোনটিতে?
ক. বট গাছে খ. গেওয়া গাছে
গ. বাঁশে ঘ. নিম গাছে
৪৪। কোনটি অপ্রকৃত ফল?
ক. কাঁঠাল খ. চালতা
গ. আম ঘ. জাব্বুরা
৪৫। একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি।
উত্তরমালা:
সঠিক উত্তর :১। খ২। ক৩। গ৪। ক৫।ক ৬। ক৭। ক৮। খ৯। ক১০। ক১১। ক১২। গ১৩। ঘ১৪। ক১৫। ক১৬। ক১৭। ঘ১৮। ক ১৯। ক২০। গ ২১। ক২২। গ২৩। খ ২৪। খ২৫। খ ২৬। ঘ২৭। খ২৮। ক২৯। ঘ৩০। ক ৩১। খ৩২। ক৩৩। ঘ৩৪। খ৩৫। ক৩৬। ক৩৭। খ৩৮। ক৩৯। ক৪০। ক
৪১। গ৪২। ঘ৪৩। ক ৪৪। খ ৪৫। ক
***************************************
***************************************
পুনরায় :
১. CO2 যৌগে কার্বনের যোজনী কত?
ক. ৬ খ. ৪ গ. ১ ঘ. ২
২. নাইট্রিক এসিডে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ২ খ. ৫ গ. ৭ ঘ. ৮
৩. H2 ও 2H-এর মধ্যে পার্থক্য কি?
ক. 2H হাইড্রোজেনের দুটি বিচ্ছিন্ন পরমাণু এবং H2 হাইড্রোজেনের একটি অণু।
খ. 2H হাইড্রোজেনের দুটি অণু এবং H2 হাইড্রোজেনের এটি অণু।
গ. 2H মৌলিক পদার্থ এবং H2 যৌগিক পদার্থ।
ঘ. 2H এবং H2-এর মধ্যে কোন পার্থক্য নেই।
৪. 2HCl + MgO - MgCl2 + H2O বিক্রিয়া একটি-
ক. বিযোজন বিক্রিয়া খ. দহন বিক্রিয়া
গ. প্রতিস্থাপন বিক্রিয়া ঘ. প্রশমন বিক্রিয়া
৫. কার্বন ও অক্সিজেনের মধ্যে কি ঘটলে CO2 উত্পন্ন হয়-
ক. প্রশমন খ. বিদ্যুত্ প্রবাহ গ. দহন ঘ.শীতলীকরণ
৬. মোমবাতি হতে দহনের পর বাষ্প ও কার্বন-ডাই অক্সাইড উত্পন্ন হলে কি ধরনের পরিবর্তন ঘটে?
ক. ভৌত পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. আকস্মিক পরিবর্তন ঘ. ধীর পরিবর্তন
৭. নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়?
ক. লোহাকে চুম্বক দ্বারা ঘর্ষণ খ. বাল্ব জ্বালানো
গ. পানি বা বাষ্পে রূপান্তর ঘ. লোহায় মরিচা পড়া
৮. ক্লোরিনের অণুতে কয়টি পরমাণু আছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৯. সোডিয়াম ও ক্লোরিন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উত্পন্ন করে তার নাম কি?
ক. সোডিয়াম হাইড্রোক্সাইড খ. সোডিয়াম কার্বনেট গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. সোডিয়াম সালফেট
১০. কঠিন বরফকে তাপ দিলে কি ঘটে?
ক. আরও কঠিন হয় খ. বাষ্পে পরিণত হয়
গ. কোনরূপ পরিবর্তন ঘটে না
ঘ. সোডিয়াম সালফেট
১১. রাসায়নিক পরিবর্তন হলো-
ক. স্থায়ী পরিবর্তন খ. অস্থায়ী পরিবর্তন
গ. আংশিক স্থায়ী পরিবর্তন
ঘ. কোন পরিবর্তন ঘটে না
১২. বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা খ. পরবর্তী অবস্থা
গ. পূর্বাবস্থা ঘ. সবগুলো
১৩. বিক্রিয়াজাত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা খ. পূর্বাবস্থা
গ. পরবর্তী অবস্থা ঘ. ক ও খ উভয়েই
১৪. জিংক সালফেটের সংকেত কোনটি?
ক. H2SO4 খ. ZnSO4
গ. Na2SO4 ঘ. CaSO4
১৫. সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. HCl খ. NaCl গ. Na2SO৪ ঘ. CaSO4
১৬. পানির সংকেত কোনটি?
ক. HCl খ. NaCl গ. H2O ঘ. H2
১৭. নিচের কোনটি অ্যামোনিয়ার সংকেত?
ক. CH4 খ. C2H6 গ. NaCl ঘ. NH3
১৮. Zn + H2SO4 = ZnSO4 + H2
ক. বিনিময় বিক্রিয়া খ. প্রশমন বিক্রিয়া
গ. বিশ্লেষণ বিক্রিয়া ঘ. প্রতিস্থাপন বিক্রিয়া
১৯. কোন পরিবর্তনে তাপের উদ্ভব ঘটে?
ক. ভৌত পরিবর্তন খ. তাপীয় পরিবর্তন
গ. রাসায়নিক পরিবর্তন ঘ. সব কয়টি
২০. কোনটির ফলে পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে?
ক. বৈদ্যুতিক পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন ঘ. তাপীয় পরিবর্তন
২১. Fe2O3 যৌগে আয়রনের যোজনী কত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
২২. A ও B মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখানে A-এর যোজনী x এবং B-এর যোজনী, A ও B দ্বারা গঠিত যৌগ হলো-
ক. AB খ. AyBx গ. AxBy ঘ. XAYB
২৩. 2Na + Cl2 = 2NaCl; বিক্রিয়াটিতে সোডিয়াম ও ক্লোরিনের মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৪ ও ৪ খ. ৫ ও ৫ গ. ৬ ও ৬ ঘ. ৭ ও ৭
২৪. জিঙ্ক সালফেটের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৩ খ. ৫ গ. ৬ ঘ. ৮
২৫. ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত-
ক. Mg3N2 খ. Mg3(N2)3
গ. Mg2N3 ঘ. MgN3
২৬. বৈদ্যুতিক বাল্ব জ্বালানো কি ধরনের পরিবর্তন নির্দেশ করে?
ক. তাপীয় পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন ঘ. বৈদ্যুতিক পরিবর্তন
২৭. রাসায়নিক পরিবর্তনের মূল কারণ কোনটি?
ক. রাসায়নিক আসক্তি খ. উপযুক্ত পরিবেশ
গ. রাসায়নিক বিক্রিয়া ঘ. কোনটি নয়
উত্তর : ১ ক, ২ ক, ৩ খ, ৪ গ, ৫ গ, ৬ খ, ৭ ঘ, ৮ খ, ৯ গ, ১০ খ, ১১ ক, ১২ ক, ১৩ খ, ১৪ ক, ১৫ খ, ১৬ খ, ১৭ গ, ১৮ ক, ১৯ ক, ২০ খ, ২১ খ, ২২ খ, ২৩ ক, ২৪ গ, ২৫ ক, ২৬ গ, ২৭ ক।
**********************************
**********************************
১। বাংলাদেশের গ্রামাঞ্চলে যে ধরনের চুলা ব্যবহার করা হয় তার মাত্র শতকরা কত ভাগ তাপ শক্তি কাজে লাগে?
ক. ১০-৩০ খ. ১০-১৫
গ. ৮০-৯০ ঘ. ৭০-৮০
২। রেডিওর প্রেরক যন্ত্রে প্রথমে কী থাকে?
ক. মাইক্রোফোনখ. স্পিকার
গ. অ্যানটেনাঘ. রেকর্ডার
৩।বায়ো গ্যাসে শতকরা কত ভাগ মিথেন থাকে?
ক. ২০-৩০ ভাগ খ. ৩০-৪০ ভাগ
গ. ৬০-৭০ ভাগ ঘ. ৫০-৬০ ভাগ
৪।কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে?
ক. সিপিইউ খ. মাউস
গ. মনিটর ঘ. কী-বোর্ড
৫।শব্দকে এক স্থান হতে অন্য স্থানে নিয়ে যায়—
ক. রেডিও খ. টেলিভিশন
গ. কম্পিউটার ঘ. ইন্টারনেট
৬।পিসি-এর প্রধান অংশ কয়টি?
ক. তিনটিখ. দুটি
গ. চারটিঘ. ছয়টি
৭।উন্নত চুলার ঝিকগুলোর উচ্চতা কত?
ক. ০.৫ ইঞ্চি খ. ৫ ইঞ্চি গ. ৬ ইঞ্চি ঘ. ০.৬ ইঞ্চি
৮।উন্নত চুলায় শতকরা কত ভাগ জ্বালানি খরচ কম হয়?
ক. ৫০-৬০ ভাগ খ. ৫০-৭০ ভাগ
গ. ৪০-৫০ ভাগ ঘ. ৮০-৯০ ভাগ
৯।টেলিভিশনে ছবি প্রেরণ করা হয় কীভাবে?
ক. আলোক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে। খ. চুম্বক শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করে।
গ. বিদ্যুত্ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করে। ঘ. কোনটিই নয়।
অনুধাবনমূলক:
১০।টেলিফোনের সাথে কোনটি যুক্ত থাকে?
ক. ফ্যাক্স খ. টেলেক্স গ.রেডিও ঘ. মোবাইল
১১। কাঠ, গোবর ইত্যাদি জ্বালানি পুড়িয়ে যে তাপশক্তি পাওয়া যায় তার কত ভাগ কাজে লাগে?
ক. ১০%-১৫% খ. ৮০%-৯০%
গ. ২০%-৩০% ঘ. ১০%-৭০%
১২।কোনটি শক্তির নবায়নযোগ্য উত্স?
ক. বিদ্যুত্ খ. তাপ গ. সৌরশক্তি ঘ. অকটেন
১৩।রেডিও কে আমরা অন্য কি নামে ডাকি?
ক. ট্রান্সফরমার খ. ট্রানজিস্টর
গ. সলিনঘেড ঘ. বিবর্ধক
১৪। শব্দ এবং ছবি দুটি একত্রে কোন যন্ত্রে পাঠান হয়?
ক.টেলিভিশনখ.রেডিওগ.টেলিগ্রাফঘ. কম্পিউটার
প্রয়োগমূলক:
১৫। মাইক্রোফোনের কাজ কী?
ক. শব্দ শক্তিকে বিদ্যুত্ শক্তিতে রূপান্তরিত করা।
খ. বিদ্যুত্ শক্তি শব্দ শক্তিকে রূপান্তরিত করা
গ. বিদ্যুত্ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা
ঘ. উপরের সবকটি
১৬। বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গ শূন্যে প্রেরণ করা হয় কিসের সাহায্যে? ক.অ্যানটেনার সাহায্যে খ. প্রেরক যন্ত্রের সাহায্যে
গ. ট্রানজিস্টরের সাহায্যে ঘ. অনিকট বলের সাহায্যে
১৭। বায়োগ্যাসের কোন উপাদান জ্বালানির কাজে লাগে?
ক. অক্সিজেন খ. হাইড্রোজেন
গ. নাইট্রোজেন ঘ. মিথেন
উচ্চতর দক্ষতামূলক:
১৮।চোখের দৃষ্টি ফিরে পাওয়ার জন্য নিচের কোনটি সংযোজন প্রয়োজন?
ক. কর্নিয়া খ. আইরিশ
গ. অক্ষিগোলক ঘ. রেটিনা
১৯।বায়ো গ্যাসে মিথেন ছাড়া আর কী থাকে?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. কার্বনমনো-অক্সাইড
গ. সালফার-ডাই-অক্সাইড
ঘ. সালফার-ট্রাই-অক্সাইড
২০।রেডিওর ক্ষেত্রে বিদ্যুত্ শক্তিকে কয়েকটি যন্ত্রের সাহায্যে কী করে বিদ্যুত্ চুম্বকীয় তরঙ্গে রূপান্তরিত করা হয়? ক. খর্ব করে খ. সৌর কোষ ব্যবহার করে
গ. বিবর্ধিত করে ঘ. চার্জ করে।
২১।কম্পিউটার হচ্ছে বিজ্ঞানের বৈপ্লবিক আবিষ্কার, কারণ—
i. দ্রুত কাজ করা যায়
ii. নির্ভুলভাবে কাজ করা যায়
iii. দামি যন্ত্র।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২২। উন্নত চুলার বৈশিষ্ট্য হলো—
i. ঝিকগুলোর উচ্চতা কম ii. চুলার বাইরে অল্প দূরত্বে একটি ছাঁকনী থাকে
iii. চুলার ছাঁকনির নিচে বাতাস ঢোকার জন্য পথ আছে।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৩। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. i ও iii ঘ. ii ও iii
২৪। কোনটির মাধ্যমে চিঠিপত্র আদান-প্রদান করা যায়—
i.টেলেক্স ii. ফ্যাক্স iii. টেলিফোন
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও iii গ. i ও iii ঘ. ii ও iii
২৫। কম্পিউটার যে বৈশিষ্ট্যের জন্য এতো ব্যাপক ব্যবহার হয় তা হল—
i.কম্পিউটার তথ্য সঞ্চয় করে রাখে।
ii. এটি দ্রুত ও নির্ভুলভাবে কাজ করতে পারে।
iii. কম্পিউটার নিজে নিজেই আপগ্রেট হতে পারে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. i ও iii ঘ. ii ও iii
২৬। বায়োগ্যাসে রান্না, বাতি, পাম্প ইত্যাদি চালানো যায়। তবে বায়ো গ্যাস পাওয়া যায়—
i. প্রাকৃতিক খনিজ রূপে মাটির নীচে
ii. গোবর এবং অন্যান্য পচনশীল বস্তু থেকে।
iii. বিভিন্ন প্রাণীর মলমূত্র এবং আবর্জনা ও কচুরিপানা পচিয়ে।
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii গ. iii ঘ. ii ও iii
২৭। নিচের কোন যন্ত্রটির সাথে টাইপ রাইটার যুক্ত থাকে?
i. ফ্যাক্স মেশিন ii. টেলেক্স iii. ই-মেইল
নিচের কোনটি সঠিক?
ক. i খ. ii গ. i ও ii ঘ. ii ও iii
২৮। আধুনিক প্রযুক্তির সাহায্যে মানবদেহে প্রতিস্থাপন করা সম্ভব হয়েছে—
i. হূিপন্ড ii. কিডনী iii. লিভার
নিচের কোনটি সঠিক?
ক. i ও iiখ. i ও iiiগ. ii ও iiiঘ. i, ii ও iii
২৯।টিকার মাধ্যমে প্রতিরোধ যোগ্য—
i. হাম, ধনুস্টংকার ii. বসন্ত, ডিপথেরিয়া
iii. পোলিও, হুপিংকাশি
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩০। চিকিত্সা বিজ্ঞানের উন্নতির ফলে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ সম্ভব—
i. যক্ষ্মা ii. টাইফয়েড iii. ক্যান্সার
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
পঞ্চদশ অধ্যায়
উদ্ভিদের অংগসংস্থান : ফল ও বীজ
জ্ঞানমূলক:
৩১। কোন ফলটি শুধু ডিম্বাশয় থেকে উত্পন্ন হয়?
ক. চালতা খ. কুল গ. ডুমুর ঘ. আপেল
৩২। কোনটি গুচ্ছ ফল?
ক. পদ্ম খ. আনারস গ.আম ঘ. ডুমুর
৩৩। কোনটি বীজপত্র পাতলা?
ক. কুমড়া খ. মটর গ. শিম ঘ. রেড়ি
৩৪।পারথেনোকার্পিক ফল কোনটি?
ক. আতা খ. কলা গ. কালো জাম ঘ. কাঁঠাল
৩৫। কোনটি প্রকৃত ফল?
ক. মটর খ. চালতা গ. আপেল ঘ. ডুমুর
৩৬। ভ্রণাক্ষের অগ্র প্রান্তকে কী বলে?
ক. ভ্রণ মুকুল খ. বিটপ
গ. ভ্রণমূল ঘ. এপিকটাইন
৩৭। কোনিট রসালো বা সরস ফল?
ক. মটর খ. শসা গ. ঝিংগা ঘ. শিম
৩৮। কোনিট নীরস ফল?
ক. সরিষা খ. পেয়ারা গ. আপেল ঘ. আম
৩৯। জরায়ুজ অংকুরোদগম ঘটে কোনটির?
ক. কাঁকরা খ. নিম গ. সেগুন ঘ. শিমুল
৪০। একবীজপত্রী বীজ কোনটি?
ক. ধান খ. শসা গ. মটর ঘ. ছোলা
৪১। আনারস কোন্ জাতীয় ফল?
ক. গুচ্ছ ফল খ. সরস ফল
গ. যৌগিক ফল ঘ. রসালো ফল
৪২। ভালোভাবে অংকুরোদগমের জন্য কোনটি দরকার?
ক. অক্সিজেন খ. পানি গ. তাপ ঘ. সবগুলো
৪৩। শ্বাসমূল থাকে কোনটিতে?
ক. বট গাছে খ. গেওয়া গাছে
গ. বাঁশে ঘ. নিম গাছে
৪৪। কোনটি অপ্রকৃত ফল?
ক. কাঁঠাল খ. চালতা
গ. আম ঘ. জাব্বুরা
৪৫। একটি সাধারণ ফলের প্রধানত কয়টি অংশ থাকে?
ক. দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি।
উত্তরমালা:
সঠিক উত্তর :১। খ২। ক৩। গ৪। ক৫।ক ৬। ক৭। ক৮। খ৯। ক১০। ক১১। ক১২। গ১৩। ঘ১৪। ক১৫। ক১৬। ক১৭। ঘ১৮। ক ১৯। ক২০। গ ২১। ক২২। গ২৩। খ ২৪। খ২৫। খ ২৬। ঘ২৭। খ২৮। ক২৯। ঘ৩০। ক ৩১। খ৩২। ক৩৩। ঘ৩৪। খ৩৫। ক৩৬। ক৩৭। খ৩৮। ক৩৯। ক৪০। ক
৪১। গ৪২। ঘ৪৩। ক ৪৪। খ ৪৫। ক
***************************************
***************************************
পুনরায় :
১. CO2 যৌগে কার্বনের যোজনী কত?
ক. ৬ খ. ৪ গ. ১ ঘ. ২
২. নাইট্রিক এসিডে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ২ খ. ৫ গ. ৭ ঘ. ৮
৩. H2 ও 2H-এর মধ্যে পার্থক্য কি?
ক. 2H হাইড্রোজেনের দুটি বিচ্ছিন্ন পরমাণু এবং H2 হাইড্রোজেনের একটি অণু।
খ. 2H হাইড্রোজেনের দুটি অণু এবং H2 হাইড্রোজেনের এটি অণু।
গ. 2H মৌলিক পদার্থ এবং H2 যৌগিক পদার্থ।
ঘ. 2H এবং H2-এর মধ্যে কোন পার্থক্য নেই।
৪. 2HCl + MgO - MgCl2 + H2O বিক্রিয়া একটি-
ক. বিযোজন বিক্রিয়া খ. দহন বিক্রিয়া
গ. প্রতিস্থাপন বিক্রিয়া ঘ. প্রশমন বিক্রিয়া
৫. কার্বন ও অক্সিজেনের মধ্যে কি ঘটলে CO2 উত্পন্ন হয়-
ক. প্রশমন খ. বিদ্যুত্ প্রবাহ গ. দহন ঘ.শীতলীকরণ
৬. মোমবাতি হতে দহনের পর বাষ্প ও কার্বন-ডাই অক্সাইড উত্পন্ন হলে কি ধরনের পরিবর্তন ঘটে?
ক. ভৌত পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. আকস্মিক পরিবর্তন ঘ. ধীর পরিবর্তন
৭. নিচের কোনটি ভৌত পরিবর্তন নয়?
ক. লোহাকে চুম্বক দ্বারা ঘর্ষণ খ. বাল্ব জ্বালানো
গ. পানি বা বাষ্পে রূপান্তর ঘ. লোহায় মরিচা পড়া
৮. ক্লোরিনের অণুতে কয়টি পরমাণু আছে?
ক. ১টি খ. ২টি গ. ৩টি ঘ. ৪টি
৯. সোডিয়াম ও ক্লোরিন রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট যে পদার্থ উত্পন্ন করে তার নাম কি?
ক. সোডিয়াম হাইড্রোক্সাইড খ. সোডিয়াম কার্বনেট গ. সোডিয়াম ক্লোরাইড ঘ. সোডিয়াম সালফেট
১০. কঠিন বরফকে তাপ দিলে কি ঘটে?
ক. আরও কঠিন হয় খ. বাষ্পে পরিণত হয়
গ. কোনরূপ পরিবর্তন ঘটে না
ঘ. সোডিয়াম সালফেট
১১. রাসায়নিক পরিবর্তন হলো-
ক. স্থায়ী পরিবর্তন খ. অস্থায়ী পরিবর্তন
গ. আংশিক স্থায়ী পরিবর্তন
ঘ. কোন পরিবর্তন ঘটে না
১২. বিক্রিয়ক পদার্থ রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা খ. পরবর্তী অবস্থা
গ. পূর্বাবস্থা ঘ. সবগুলো
১৩. বিক্রিয়াজাত পদার্থগুলো রাসায়নিক বিক্রিয়া সংঘটনের কোন অবস্থা?
ক. শেষ অবস্থা খ. পূর্বাবস্থা
গ. পরবর্তী অবস্থা ঘ. ক ও খ উভয়েই
১৪. জিংক সালফেটের সংকেত কোনটি?
ক. H2SO4 খ. ZnSO4
গ. Na2SO4 ঘ. CaSO4
১৫. সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি?
ক. HCl খ. NaCl গ. Na2SO৪ ঘ. CaSO4
১৬. পানির সংকেত কোনটি?
ক. HCl খ. NaCl গ. H2O ঘ. H2
১৭. নিচের কোনটি অ্যামোনিয়ার সংকেত?
ক. CH4 খ. C2H6 গ. NaCl ঘ. NH3
১৮. Zn + H2SO4 = ZnSO4 + H2
ক. বিনিময় বিক্রিয়া খ. প্রশমন বিক্রিয়া
গ. বিশ্লেষণ বিক্রিয়া ঘ. প্রতিস্থাপন বিক্রিয়া
১৯. কোন পরিবর্তনে তাপের উদ্ভব ঘটে?
ক. ভৌত পরিবর্তন খ. তাপীয় পরিবর্তন
গ. রাসায়নিক পরিবর্তন ঘ. সব কয়টি
২০. কোনটির ফলে পদার্থের স্থায়ী পরিবর্তন ঘটে?
ক. বৈদ্যুতিক পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন ঘ. তাপীয় পরিবর্তন
২১. Fe2O3 যৌগে আয়রনের যোজনী কত?
ক. ২ খ. ৩ গ. ৪ ঘ. ৬
২২. A ও B মৌল দুটি যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখানে A-এর যোজনী x এবং B-এর যোজনী, A ও B দ্বারা গঠিত যৌগ হলো-
ক. AB খ. AyBx গ. AxBy ঘ. XAYB
২৩. 2Na + Cl2 = 2NaCl; বিক্রিয়াটিতে সোডিয়াম ও ক্লোরিনের মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৪ ও ৪ খ. ৫ ও ৫ গ. ৬ ও ৬ ঘ. ৭ ও ৭
২৪. জিঙ্ক সালফেটের একটি অণুতে মোট পরমাণুর সংখ্যা কত?
ক. ৩ খ. ৫ গ. ৬ ঘ. ৮
২৫. ম্যাগনেসিয়াম নাইট্রাইডের সংকেত-
ক. Mg3N2 খ. Mg3(N2)3
গ. Mg2N3 ঘ. MgN3
২৬. বৈদ্যুতিক বাল্ব জ্বালানো কি ধরনের পরিবর্তন নির্দেশ করে?
ক. তাপীয় পরিবর্তন খ. রাসায়নিক পরিবর্তন
গ. ভৌত পরিবর্তন ঘ. বৈদ্যুতিক পরিবর্তন
২৭. রাসায়নিক পরিবর্তনের মূল কারণ কোনটি?
ক. রাসায়নিক আসক্তি খ. উপযুক্ত পরিবেশ
গ. রাসায়নিক বিক্রিয়া ঘ. কোনটি নয়
উত্তর : ১ ক, ২ ক, ৩ খ, ৪ গ, ৫ গ, ৬ খ, ৭ ঘ, ৮ খ, ৯ গ, ১০ খ, ১১ ক, ১২ ক, ১৩ খ, ১৪ ক, ১৫ খ, ১৬ খ, ১৭ গ, ১৮ ক, ১৯ ক, ২০ খ, ২১ খ, ২২ খ, ২৩ ক, ২৪ গ, ২৫ ক, ২৬ গ, ২৭ ক।
**********************************
**********************************
ষোড়শ অধ্যায় :
একটি সপুষ্পক উদ্ভিদ : মরিচ গাছ
অনুধাবনমূলক
জ্ঞানমূলক:
১। মরিচের ফুলে পাপড়ি সংখ্যা কত?
ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট
উ:ক
২। কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক) ক্যাপসাসিসিন খ) ভিটামিন-ই
গ) ভিটামিন-এ ঘ) ভিটামিন-সি
উ:ক
৩। জাল মরিচের ফুলে পুংস্তবকে কতটি পুংকেশর থাকে?
ক) সাতটি খ) পাঁচটি
গ) ছয়টি ঘ) আটটি
উ: খ
৪। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক) ধান খ) ফার্ন গ) গম ঘ) আম
উ:ঘ
৫। “capsicum fruticens” কোনটির বৈজ্ঞানিক নাম?
ক) সরিষা খ) মূলা
গ) মরিচ ঘ) গোলাপ
উ: গ
৬। মরিচ ফুলের গর্ভাশয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উ: ক
৭। মিঠা মরিচের পত্রকক্ষে কয়টি ফুল হয়?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
উ:ক
৮। সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
ক) চারটি খ) পাঁচটি গ) দুটি ঘ) ছয়টি
উ:গ
৯। মিঠা ও ঝাল মরিচে প্রচুর পরিমাণ কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন-সি খ) ভিটামিন-ডি
গ) ভিটামিন-কে ঘ) ভিটামিন-বি
উ:ক
১০। উদ্ভিদের দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
ক) জন ডাল্টন
খ) ক্যারোলাস লিনিয়াস
গ) গ্রেগর জোহান মেন্ডেল
ঘ) কনাদ
উ: খ
১১। ক্যালিফোর্নিয়ার রেড উড নামক এক ধরনের নগ্ন উদ্ভিদের আয়ুষ্কাল কত?
ক) প্রায় কয়েক হাজার বছর
খ) প্রায় কয়েক শত বছর
গ) প্রায় কয়েক বছর
ঘ) প্রায় পাঁচশত বছর
উ:ক
১২। মিঠা মরিচের ঝাল কম হয় কেন?
ক) ক্যাপসিসিন বেশি থাকে বলে
খ) ক্যাপসিসিন কম থাকে বলে
গ) ক্যাপসিসিন থাকে না বলে
ঘ) ভিটামিন-সি কম থাকে বলে।
উ: খ
১৩। আমরা মসলা হিসাবে কোনটি ব্যবহার করি?
ক) মরিচ খ) তেল গ) লবণ ঘ) ডাল
উ:ক
১৪। মরিচ ফুলের দলমন্ডলের পাপড়ি দেখতে কিরূপ?
ক) সাদা খ) কালো গ) নীল ঘ) হলুদ
উ:ক
১৫। মরিচ গাছের পরাগধানীর রং কিরূপ?
ক) কালো খ) গাঢ় বেগুনী
গ) গোলাপী ঘ) হলুদ
উ:খ
১৬। মরিচ গাছের পত্রবিন্যাস কিরূপ?
ক) জালিকা খ) একান্তর
গ) সমান্তরাল ঘ) মৌলিক
উ:খ
১৭। কোন উদ্ভিদের প্রধান মূলতন্ত্র আছে?
ক) পিঁয়াজ খ) রসুন
গ) আদা ঘ) মরিচ
উ:ঘ
১৮। মরিচের বীজ বপনের পর কত দিনের মধ্যে চারা গজাতে শুরু করে?
ক) ২/৩ খ) ৪/৫ গ) ৩/৪ ঘ) ৫/৬
উ:গ
বহুপদী সমাপ্তসূচক প্রশ্ন:
১৯। মরিচ গাছ হলো—
i. বর্ষজীবী বৃক্ষ
ii. বর্ষজীবী বীরুত্
iii. বর্ষজীবী গুল্ম
নীচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii.
উ:খ
২০। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগত গুণাবলী হচ্ছে—
i. ফুল হয়
ii. ফল হয়
iii. আকারে বড়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২১। মরিচ ফুলের—
i. পাপড়ি বিমুক্ত থাকে
ii. পরাগধানী গাঢ় বেগুনী হয়
iii. গর্ভাশয়ে ডিম্বক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
২২। ঝাল মরিচ ব্যবহার করা হয়—
i. রান্নার কাজে মসলা হিসেবে
ii. ভিটামিন এ ক্যাপসুল তৈরিতে
iii. মস তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii.
উ:ঘ
২৩। মিঠা মরিচ ব্যবহার করা হয়—
i. মস হিসেবে
ii. তরকারি হিসেবে
iii. সালাদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৪। মরিচ গাছের পাতা পর্যবেক্ষণ করলে দেখা যাবে—
i. এর পত্রবিন্যাস একান্তর
ii. এর পত্র ফলকের শীর্ষ সরু
iii. এর পত্রবৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৫। প্রয়োজনীয় ও পরিমিত পরিমাণে কোন উপাদান পেলে মরিচ বীজ থেকে চারা গজায়?
i. পানি ii. আলো iii. বাতাস
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৬। মরিচ গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে?
i. স্ব-পরাগায়ন
ii. পর-পরাগায়ন
iii. বায়ু-পরাগায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ঃ
যে কোন সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা ২ থেকে তিন/চার মাস পরে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। উপরের তথ্যের আলোকে (২৭-২৮) নং প্রশ্নের উত্তর দাও।
২৭। মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করার কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২/১ দিন পর খ) ২/৩দিন পর
গ) ৩/৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর।
উ:গ
২৮। মরিচ গাছের চারায় থাকে—
i. সরু কান্ড
ii. মরিচ ফুল
iii. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii.
উ: গ
সপ্তদশ অধ্যায়:
(জীব ও তার পরিবেশ)
জ্ঞানমূলক
১। কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উ:ক
২। পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উ:খ
৩। উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো খ) মাতৃউদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখা গ) পরিবেশের সংগে খাপ খাওয়ানো
ঘ) দ্রুত বংশবিস্তার করা
উ: গ
৪। তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উ:ক
৫। কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উ: ক
৬।কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?
ক) গোলপাতা খ) আকন্দ
গ) কলমিশাক ঘ) ক্ষুিদপানা
উ:ঘ
৭। নিচের কোনটি উভচর উদ্ভিদ?
ক) পাতা শেওলা খ) মাখনা
গ) কেশরদাম ঘ) হাইড্রিলা
উ: গ
৮।পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ খ) ব্যাঙ
গ) মাছরাঙ্গা ঘ) বক
উ:খ
৯। কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) টোপাপানা খ) পাতা শেওলা
গ) হাইড্রিলা ঘ) মাখনা
উ:
১০। কোনটি তৃতীয় স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) কেঁচো খ) সাপ
গ) ব্যাঙ ঘ) উদবিড়াল
উ:ঘ
১১। কোনটি মরুজ উদ্ভিদ?
ক) ডুমুর খ) মেহগনি
গ) আকন্দ ঘ) কলা
উ:গ
১২।কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) পদ্ম খ) সিংগারা
গ) পাতা শেওলা ঘ) হেলেঞ্চা
উ:খ
১৩।জলজ উদ্ভিদকে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
উ:খ
১৪।মাটিতে আবদ্ধ ভাসমান উদ্ভিদ কোনটি?
ক) মাখনা খ) হাইড্রিলা
গ) পাতা ঝাঁঝি ঘ) ক্ষুদিপানা
উ:ঘ
১৫।কোনটি উভচর উদ্ভদ নয়?
ক) কলমি খ) হেলেঞ্চা
গ) হাইড্রিলা ঘ) কেশরদাম
উ:গ
১৬।কোনটি পুকুরের বাস্তুসংস্থানের ভৌত উপাদান?
ক) অক্সিজেন খ) মাছ
গ) শামুক ঘ) ঝিনুক
উ: ক
১৭।ইকোসিস্টেমে প্রথম স্তরের খাদক কোনটি?
ক) ব্যাঙ খ) বড় মাছ
গ) চিল ঘ) কেঁচো
উ:ঘ
১৮।কোনটি লোনা মাটির উদ্ভিদ?
ক) বাবলা খ) গোলপাতা
গ) শতমূলী ঘ) আকন্দ
উ:খ
ষোড়শ অধ্যায় :
একটি সপুষ্পক উদ্ভিদ : মরিচ গাছ
অনধানবমূলক
২১। মরিচ ফুলের—
i. পাপড়ি বিমুক্ত থাকে
ii. পরাগধানী গাঢ় বেগুনী হয়
iii. গর্ভাশয়ে ডিম্বক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
২২। ঝাল মরিচ ব্যবহার করা হয়—
i. রান্নার কাজে মসলা হিসেবে
ii. ভিটামিন এ ক্যাপসুল তৈরিতে
iii. মস তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii.
উ:ঘ
২৩। মিঠা মরিচ ব্যবহার করা হয়—
i. মস হিসেবে
ii. তরকারি হিসেবে
iii. সালাদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii
ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৪।মরিচ গাছের পাতা পর্যবেক্ষণ করলে দেখা যাবে—
i. এর পত্রবিন্যাস একান্তর
ii. এর পত্র ফলকের শীর্ষ সরু
iii. এর পত্রবৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৫। প্রয়োজনীয় ও পরিমিত পরিমাণে কোন উপাদান পেলে মরিচ বীজ থেকে চারা গজায়?
i. পানি ii. আলো iii. বাতাস
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৬। মরিচ গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে?
i. স্ব-পরাগায়ন
ii. পর-পরাগায়ন
iii. বায়ু-পরাগায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নঃ
যে কোন সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা ২ থেকে তিন/চার মাস পরে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। উপরের তথ্যের আলোকে (২৭-২৮) নং প্রশ্নের উত্তর দাও।
২৭।মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করার কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২/১ দিন পর খ) ২/৩দিন পর গ) ৩/৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর।
উ:গ
২৮।মরিচ গাছের চারায় থাকে—
i. সরু কান্ড ii. মরিচ ফুল
iii. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii.
উ: গ
সপ্তদশ অধ্যায়
(জীব ও তার পরিবেশ)
জ্ঞানমূলক :
১। কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উ:ক
২।পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উ:খ
৩। উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো
খ) মাতৃউদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখা গ) পরিবেশের সংগে খাপ খাওয়ানো ঘ) দ্রুত বংশবিস্তার করা
উ: গ
৪। তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উ:ক
৫। কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উ: ক
৬। কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?
ক) গোলপাতা খ) আকন্দ
গ) কলমিশাক ঘ) ক্ষুিদপানা
উ:ঘ
৭।নিচের কোনটি উভচর উদ্ভিদ?
ক) পাতা শেওলা খ) মাখনা
গ) কেশরদাম ঘ) হাইড্রিলা
উ: গ
৮। পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ খ) ব্যাঙ
গ) মাছরাঙ্গা ঘ) বক
উ:খ
৯। কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) টোপাপানা খ) পাতা শেওলা গ) হাইড্রিলা ঘ) মাখনা
উ:ক
একটি সপুষ্পক উদ্ভিদ : মরিচ গাছ
অনুধাবনমূলক
জ্ঞানমূলক:
১। মরিচের ফুলে পাপড়ি সংখ্যা কত?
ক) পাঁচ খ) ছয় গ) সাত ঘ) আট
উ:ক
২। কোনটির কারণে মরিচ ঝাল লাগে?
ক) ক্যাপসাসিসিন খ) ভিটামিন-ই
গ) ভিটামিন-এ ঘ) ভিটামিন-সি
উ:ক
৩। জাল মরিচের ফুলে পুংস্তবকে কতটি পুংকেশর থাকে?
ক) সাতটি খ) পাঁচটি
গ) ছয়টি ঘ) আটটি
উ: খ
৪। নিচের কোনটি দ্বিবীজপত্রী উদ্ভিদ?
ক) ধান খ) ফার্ন গ) গম ঘ) আম
উ:ঘ
৫। “capsicum fruticens” কোনটির বৈজ্ঞানিক নাম?
ক) সরিষা খ) মূলা
গ) মরিচ ঘ) গোলাপ
উ: গ
৬। মরিচ ফুলের গর্ভাশয়ে কয়টি প্রকোষ্ঠ থাকে?
ক) দুটি খ) তিনটি
গ) চারটি ঘ) পাঁচটি
উ: ক
৭। মিঠা মরিচের পত্রকক্ষে কয়টি ফুল হয়?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
উ:ক
৮। সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে বিভক্ত করা হয়েছে?
ক) চারটি খ) পাঁচটি গ) দুটি ঘ) ছয়টি
উ:গ
৯। মিঠা ও ঝাল মরিচে প্রচুর পরিমাণ কোন ভিটামিন থাকে?
ক) ভিটামিন-সি খ) ভিটামিন-ডি
গ) ভিটামিন-কে ঘ) ভিটামিন-বি
উ:ক
১০। উদ্ভিদের দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?
ক) জন ডাল্টন
খ) ক্যারোলাস লিনিয়াস
গ) গ্রেগর জোহান মেন্ডেল
ঘ) কনাদ
উ: খ
১১। ক্যালিফোর্নিয়ার রেড উড নামক এক ধরনের নগ্ন উদ্ভিদের আয়ুষ্কাল কত?
ক) প্রায় কয়েক হাজার বছর
খ) প্রায় কয়েক শত বছর
গ) প্রায় কয়েক বছর
ঘ) প্রায় পাঁচশত বছর
উ:ক
১২। মিঠা মরিচের ঝাল কম হয় কেন?
ক) ক্যাপসিসিন বেশি থাকে বলে
খ) ক্যাপসিসিন কম থাকে বলে
গ) ক্যাপসিসিন থাকে না বলে
ঘ) ভিটামিন-সি কম থাকে বলে।
উ: খ
১৩। আমরা মসলা হিসাবে কোনটি ব্যবহার করি?
ক) মরিচ খ) তেল গ) লবণ ঘ) ডাল
উ:ক
১৪। মরিচ ফুলের দলমন্ডলের পাপড়ি দেখতে কিরূপ?
ক) সাদা খ) কালো গ) নীল ঘ) হলুদ
উ:ক
১৫। মরিচ গাছের পরাগধানীর রং কিরূপ?
ক) কালো খ) গাঢ় বেগুনী
গ) গোলাপী ঘ) হলুদ
উ:খ
১৬। মরিচ গাছের পত্রবিন্যাস কিরূপ?
ক) জালিকা খ) একান্তর
গ) সমান্তরাল ঘ) মৌলিক
উ:খ
১৭। কোন উদ্ভিদের প্রধান মূলতন্ত্র আছে?
ক) পিঁয়াজ খ) রসুন
গ) আদা ঘ) মরিচ
উ:ঘ
১৮। মরিচের বীজ বপনের পর কত দিনের মধ্যে চারা গজাতে শুরু করে?
ক) ২/৩ খ) ৪/৫ গ) ৩/৪ ঘ) ৫/৬
উ:গ
বহুপদী সমাপ্তসূচক প্রশ্ন:
১৯। মরিচ গাছ হলো—
i. বর্ষজীবী বৃক্ষ
ii. বর্ষজীবী বীরুত্
iii. বর্ষজীবী গুল্ম
নীচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) ii ও iii.
উ:খ
২০। সপুষ্পক উদ্ভিদের বৈশিষ্ট্যগত গুণাবলী হচ্ছে—
i. ফুল হয়
ii. ফল হয়
iii. আকারে বড়
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২১। মরিচ ফুলের—
i. পাপড়ি বিমুক্ত থাকে
ii. পরাগধানী গাঢ় বেগুনী হয়
iii. গর্ভাশয়ে ডিম্বক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
২২। ঝাল মরিচ ব্যবহার করা হয়—
i. রান্নার কাজে মসলা হিসেবে
ii. ভিটামিন এ ক্যাপসুল তৈরিতে
iii. মস তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii.
উ:ঘ
২৩। মিঠা মরিচ ব্যবহার করা হয়—
i. মস হিসেবে
ii. তরকারি হিসেবে
iii. সালাদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৪। মরিচ গাছের পাতা পর্যবেক্ষণ করলে দেখা যাবে—
i. এর পত্রবিন্যাস একান্তর
ii. এর পত্র ফলকের শীর্ষ সরু
iii. এর পত্রবৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৫। প্রয়োজনীয় ও পরিমিত পরিমাণে কোন উপাদান পেলে মরিচ বীজ থেকে চারা গজায়?
i. পানি ii. আলো iii. বাতাস
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৬। মরিচ গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে?
i. স্ব-পরাগায়ন
ii. পর-পরাগায়ন
iii. বায়ু-পরাগায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন ঃ
যে কোন সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা ২ থেকে তিন/চার মাস পরে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। উপরের তথ্যের আলোকে (২৭-২৮) নং প্রশ্নের উত্তর দাও।
২৭। মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করার কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২/১ দিন পর খ) ২/৩দিন পর
গ) ৩/৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর।
উ:গ
২৮। মরিচ গাছের চারায় থাকে—
i. সরু কান্ড
ii. মরিচ ফুল
iii. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii.
উ: গ
সপ্তদশ অধ্যায়:
(জীব ও তার পরিবেশ)
জ্ঞানমূলক
১। কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উ:ক
২। পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উ:খ
৩। উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো খ) মাতৃউদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখা গ) পরিবেশের সংগে খাপ খাওয়ানো
ঘ) দ্রুত বংশবিস্তার করা
উ: গ
৪। তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উ:ক
৫। কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উ: ক
৬।কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?
ক) গোলপাতা খ) আকন্দ
গ) কলমিশাক ঘ) ক্ষুিদপানা
উ:ঘ
৭। নিচের কোনটি উভচর উদ্ভিদ?
ক) পাতা শেওলা খ) মাখনা
গ) কেশরদাম ঘ) হাইড্রিলা
উ: গ
৮।পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ খ) ব্যাঙ
গ) মাছরাঙ্গা ঘ) বক
উ:খ
৯। কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) টোপাপানা খ) পাতা শেওলা
গ) হাইড্রিলা ঘ) মাখনা
উ:
১০। কোনটি তৃতীয় স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) কেঁচো খ) সাপ
গ) ব্যাঙ ঘ) উদবিড়াল
উ:ঘ
১১। কোনটি মরুজ উদ্ভিদ?
ক) ডুমুর খ) মেহগনি
গ) আকন্দ ঘ) কলা
উ:গ
১২।কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) পদ্ম খ) সিংগারা
গ) পাতা শেওলা ঘ) হেলেঞ্চা
উ:খ
১৩।জলজ উদ্ভিদকে তাদের অবস্থানের ওপর ভিত্তি করে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে?
ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি
উ:খ
১৪।মাটিতে আবদ্ধ ভাসমান উদ্ভিদ কোনটি?
ক) মাখনা খ) হাইড্রিলা
গ) পাতা ঝাঁঝি ঘ) ক্ষুদিপানা
উ:ঘ
১৫।কোনটি উভচর উদ্ভদ নয়?
ক) কলমি খ) হেলেঞ্চা
গ) হাইড্রিলা ঘ) কেশরদাম
উ:গ
১৬।কোনটি পুকুরের বাস্তুসংস্থানের ভৌত উপাদান?
ক) অক্সিজেন খ) মাছ
গ) শামুক ঘ) ঝিনুক
উ: ক
১৭।ইকোসিস্টেমে প্রথম স্তরের খাদক কোনটি?
ক) ব্যাঙ খ) বড় মাছ
গ) চিল ঘ) কেঁচো
উ:ঘ
১৮।কোনটি লোনা মাটির উদ্ভিদ?
ক) বাবলা খ) গোলপাতা
গ) শতমূলী ঘ) আকন্দ
উ:খ
ষোড়শ অধ্যায় :
একটি সপুষ্পক উদ্ভিদ : মরিচ গাছ
অনধানবমূলক
২১। মরিচ ফুলের—
i. পাপড়ি বিমুক্ত থাকে
ii. পরাগধানী গাঢ় বেগুনী হয়
iii. গর্ভাশয়ে ডিম্বক কম থাকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
২২। ঝাল মরিচ ব্যবহার করা হয়—
i. রান্নার কাজে মসলা হিসেবে
ii. ভিটামিন এ ক্যাপসুল তৈরিতে
iii. মস তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i ও iii.
উ:ঘ
২৩। মিঠা মরিচ ব্যবহার করা হয়—
i. মস হিসেবে
ii. তরকারি হিসেবে
iii. সালাদ হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii
ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৪।মরিচ গাছের পাতা পর্যবেক্ষণ করলে দেখা যাবে—
i. এর পত্রবিন্যাস একান্তর
ii. এর পত্র ফলকের শীর্ষ সরু
iii. এর পত্রবৃন্ত ছোট
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৫। প্রয়োজনীয় ও পরিমিত পরিমাণে কোন উপাদান পেলে মরিচ বীজ থেকে চারা গজায়?
i. পানি ii. আলো iii. বাতাস
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:ঘ
২৬। মরিচ গাছে কোন ধরনের পরাগায়ন ঘটে?
i. স্ব-পরাগায়ন
ii. পর-পরাগায়ন
iii. বায়ু-পরাগায়ন
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii
গ) iii ঘ) i, ii ও iii.
উ:খ
অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্নঃ
যে কোন সপুষ্পক উদ্ভিদ তার বীজ থেকে জন্ম নেয়। মরিচ গাছও বীজ থেকে জন্ম নেয়। মরিচের চারা ২ থেকে তিন/চার মাস পরে পূর্ণাঙ্গ গাছে পরিণত হয়। উপরের তথ্যের আলোকে (২৭-২৮) নং প্রশ্নের উত্তর দাও।
২৭।মরিচ পাকার পর তার বীজ বের করে নিয়ে বপন করার কতদিন পর তা থেকে চারা গজায়?
ক) ২/১ দিন পর খ) ২/৩দিন পর গ) ৩/৪ দিন পর ঘ) ২ সপ্তাহ পর।
উ:গ
২৮।মরিচ গাছের চারায় থাকে—
i. সরু কান্ড ii. মরিচ ফুল
iii. নরম পাতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) i ও iii ঘ) ii ও iii.
উ: গ
সপ্তদশ অধ্যায়
(জীব ও তার পরিবেশ)
জ্ঞানমূলক :
১। কোনটি উভচর উদ্ভিদ?
ক) কলমি শাক খ) শাপলা
গ) শেওলা ঘ) হাইড্রিলা
উ:ক
২।পুকুরের সর্বোচ্চ খাদক কোনটি?
ক) সাপ খ) চিল
গ) ব্যাঙ ঘ) রুই মাছ
উ:খ
৩। উদ্ভিদের অভিযোজন কী?
ক) প্রকরণ ঘটানো
খ) মাতৃউদ্ভিদের বৈশিষ্ট্য বজায় রাখা গ) পরিবেশের সংগে খাপ খাওয়ানো ঘ) দ্রুত বংশবিস্তার করা
উ: গ
৪। তৃতীয় স্তরের খাদক কোনটি?
ক) বাজ পাখি খ) মশা
গ) ব্যাঙ ঘ) সাপ
উ:ক
৫। কোনটি প্রথম স্তরের খাদকের অন্তর্ভুক্ত?
ক) মশার শূককীট খ) বড় মাছ
গ) ব্যাঙ ঘ) ছোট মাছ
উ: ক
৬। কোনটি মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ?
ক) গোলপাতা খ) আকন্দ
গ) কলমিশাক ঘ) ক্ষুিদপানা
উ:ঘ
৭।নিচের কোনটি উভচর উদ্ভিদ?
ক) পাতা শেওলা খ) মাখনা
গ) কেশরদাম ঘ) হাইড্রিলা
উ: গ
৮। পুকুরের দ্বিতীয় স্তরের খাদক কোনটি?
ক) ছোট মাছ খ) ব্যাঙ
গ) মাছরাঙ্গা ঘ) বক
উ:খ
৯। কোনটি জলজ ভাসমান উদ্ভিদ?
ক) টোপাপানা খ) পাতা শেওলা গ) হাইড্রিলা ঘ) মাখনা
উ:ক
১. এসিডের সাধারণ মৌলিক পদার্থ
কোনটি?
ক) হাইড্রোজেন খ) ফসফরাস
গ) সোডিয়াম ঘ) নাইট্রোজেন
উত্তর : ক
২. সাবানের সঠিক সংকেত কোনটি?
K) C18 H35 CooNa
L) C17 H35 CooNa
M) cuso4 SH2O
N) CuNo3 7H2O
উত্তর : খ
৩. মিথাইল আবহ এসিডের সঙ্গে মিশালে কিরূপ বর্ণ ধারণ করে?
ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) হলুদ
উত্তর : ক
৪. হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?
ক) নাইট্রেট লবণ খ) কার্বনেট লবণ
গ) ক্লোরাইড লবণ ঘ) সব
উত্তর : গ
৫. ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেয়?
K) H+ L) OH-
M) O— N) NH4+
উত্তর : খ
৬. টেবিল সল্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
K) Na2 Co3 L) ZnSo4
M) Nacl N) NHHco3
উত্তর :গ
৭. মৃদু এসিড পাওয়া যায়_
র. টক ফলে রর. দইয়ে ররর. ভিনেগারে
নিচের কোনটি সঠিক?
ক) র, খ) র ও রর, গ) র, রর ও ররর, ঘ) র ও ররর
উত্তর : গ
৮. এসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) সবক'টি
উত্তর : ক
৯. ক্ষার ও এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়_
ক) এসিড ও পানি খ) লবণ ও ক্ষার
গ) ক্ষার ও ক্ষারক ঘ) লবণ ও পানি
উত্তর : ঘ
১০. লেবুতে কোন প্রকারের এসিড বিদ্যমান?
ক) এসিটিক এসিড খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড ঘ) ল্যাকটিক এসিড
উত্তর :খ
১১. সমুদ্রের পানিতে ধাতব লবণের পরিমাণ কত?
ক) ৬.৩% খ) ৫.৫%
গ) ৩.৬% ঘ) ৪.৫%
উত্তর : গ
১২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী?
ক) কাপড় কাচা সোডা খ) খাবার সোডা
গ) খাবার লবণ ঘ) চুন
উত্তর :ঘ
১৩. পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত?
ক) ১ঃ৫ খ) ২ঃ৩ গ) ১ঃ১ ঘ) ১ঃ২
উত্তর :ঘ
১৪. কাপড় কাচা সোডার অণুতে কত অণু পানি উপস্থিত থাকে?
ক) দশ খ) ছয় গ) নয় ঘ) আট
উত্তর : ক
১৫. মৃদ্যু পানির উৎস হলো_
র. বৃষ্টির পানি
রর. রাসায়নিক বিশুদ্ধ পানি
ররর. পুকুরের পানি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর, খ) র ও ররর, গ) র, রর ও ররর, ঘ) রর ও ররর
উত্তর : গ
১৬. কী ব্যবহার করলে ঝরনার পানিতে কাপড় কাচা সহজ হবে?
ক) জেট পাউডার খ) কাপড় কাচা সাবান
গ) তরল সাবান ঘ) সবক'টি
উত্তর :ক
******************************************
১. ভার্নিয়ার স্কেল সাধারণত কয়টি সমান ভাগে বিভক্ত থাকে?
ক) দশটি খ) পাঁচটি
গ) আটটি ঘ) তিনটি
উত্তর :ক
২. লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত?
ক) .০০০১২/হ্নঈ
খ) .০০০০১২/হ্নঈ
গ) .০০০০০১২/হ্নঈ
ঘ) .১২/হ্নঈ
উত্তর :খ
৩. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে?
ক) ভার্নিয়ার পাঠ
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) ভার্নিয়ার সমপাতন
উত্তর :গ
৪. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
ক) খ)
গ) ঘ)
উত্তর : গ
৫. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মিমি হলে ভার্নিয়ার স্কেলের ১০ ভাগের দৈর্ঘ্য কত হবে?
ক) ১ মিমি খ) ০.১ মিমি
গ) ৯ মিমি ঘ) ০.৯ মিমি
উত্তর :ঘ
৬. দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে প্রধান স্কেলের পাঠ ৩.৬ সেমি, ভার্নিয়ার পাঠ ৪ এবং ভার্নিয়ার ধ্রুবক ০.০১ সেমি হলে দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত হবে?
ক) ৪.৩৬ সেমি
খ) ৩.৬৪ সেমি
গ) ৩.৬৬ সেমি
ঘ) ৪.২৬ সেমি
উত্তর :খ
৭. ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়_
ক) ফাঁপা চোঙের ভেতরের ব্যাস নির্ণয়ে।
খ) গোলকের ব্যাস নির্ণয়ে।
গ) মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয়ে।
ঘ) কোনটি সঠিক নয়।
উত্তর :গ
৮. ভার্নিয়ার স্কেলের ী ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের কতসংখ্যক ঘরের দৈর্ঘ্যের সমান?
ক) খ)
গ) ঘ)
উত্তর : ক
৯. ১ মিটার লম্বা নিকেলের দণ্ডের উষ্ণতা ১০০হ্নঈ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে?
ক) ১.৩ মিটার
খ) ১.৩ সেন্টিমিটার
গ) ১.৩ মিলিমিটার
ঘ) সব
উত্তর :গ
১০. ্তুম্থ-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক) বিষুব অঞ্চলে খ) মেরু অঞ্চলে
গ) ভূ-কেন্দ্রে ঘ) পাহাড়ে
উত্তর :খ
১১. পৃথিবীতে তোমার ভর ৪২ কিলোগ্রাম। চাঁদে তোমার ভর কত হবে?
ক) ৪২ নিউটন খ) ৪২ গ্রাম
গ) ৪২ কিলোগ্রাম ঘ) ৭ কিলোগ্রাম
উত্তর :গ
১২. এ মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বল_
র. বস্তু দুটির তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে।
রর. বস্তু দুটির ভরের ওপর নির্ভর করে না।
ররর. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
নিচের কোনটি সঠিক?
ক) র ও ররর খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক
কোনটি?
ক) হাইড্রোজেন খ) ফসফরাস
গ) সোডিয়াম ঘ) নাইট্রোজেন
উত্তর : ক
২. সাবানের সঠিক সংকেত কোনটি?
K) C18 H35 CooNa
L) C17 H35 CooNa
M) cuso4 SH2O
N) CuNo3 7H2O
উত্তর : খ
৩. মিথাইল আবহ এসিডের সঙ্গে মিশালে কিরূপ বর্ণ ধারণ করে?
ক) লাল খ) সবুজ গ) নীল ঘ) হলুদ
উত্তর : ক
৪. হাইড্রোক্লোরিক এসিডের সঙ্গে জিংকের বিক্রিয়ায় উৎপন্ন লবণকে কী বলে?
ক) নাইট্রেট লবণ খ) কার্বনেট লবণ
গ) ক্লোরাইড লবণ ঘ) সব
উত্তর : গ
৫. ক্ষার জলীয় দ্রবণে কোন আয়ন দেয়?
K) H+ L) OH-
M) O— N) NH4+
উত্তর : খ
৬. টেবিল সল্ট হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
K) Na2 Co3 L) ZnSo4
M) Nacl N) NHHco3
উত্তর :গ
৭. মৃদু এসিড পাওয়া যায়_
র. টক ফলে রর. দইয়ে ররর. ভিনেগারে
নিচের কোনটি সঠিক?
ক) র, খ) র ও রর, গ) র, রর ও ররর, ঘ) র ও ররর
উত্তর : গ
৮. এসিড কার্বনেট লবণের সঙ্গে বিক্রিয়া করে কোন গ্যাস উৎপন্ন করে?
ক) কার্বন ডাই-অক্সাইড খ) অক্সিজেন
গ) হাইড্রোজেন ঘ) সবক'টি
উত্তর : ক
৯. ক্ষার ও এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়_
ক) এসিড ও পানি খ) লবণ ও ক্ষার
গ) ক্ষার ও ক্ষারক ঘ) লবণ ও পানি
উত্তর : ঘ
১০. লেবুতে কোন প্রকারের এসিড বিদ্যমান?
ক) এসিটিক এসিড খ) সাইট্রিক এসিড
গ) টারটারিক এসিড ঘ) ল্যাকটিক এসিড
উত্তর :খ
১১. সমুদ্রের পানিতে ধাতব লবণের পরিমাণ কত?
ক) ৬.৩% খ) ৫.৫%
গ) ৩.৬% ঘ) ৪.৫%
উত্তর : গ
১২. ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কী?
ক) কাপড় কাচা সোডা খ) খাবার সোডা
গ) খাবার লবণ ঘ) চুন
উত্তর :ঘ
১৩. পানিতে অক্সিজেন এবং হাইড্রোজেনের অনুপাত কত?
ক) ১ঃ৫ খ) ২ঃ৩ গ) ১ঃ১ ঘ) ১ঃ২
উত্তর :ঘ
১৪. কাপড় কাচা সোডার অণুতে কত অণু পানি উপস্থিত থাকে?
ক) দশ খ) ছয় গ) নয় ঘ) আট
উত্তর : ক
১৫. মৃদ্যু পানির উৎস হলো_
র. বৃষ্টির পানি
রর. রাসায়নিক বিশুদ্ধ পানি
ররর. পুকুরের পানি
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর, খ) র ও ররর, গ) র, রর ও ররর, ঘ) রর ও ররর
উত্তর : গ
১৬. কী ব্যবহার করলে ঝরনার পানিতে কাপড় কাচা সহজ হবে?
ক) জেট পাউডার খ) কাপড় কাচা সাবান
গ) তরল সাবান ঘ) সবক'টি
উত্তর :ক
******************************************
১. ভার্নিয়ার স্কেল সাধারণত কয়টি সমান ভাগে বিভক্ত থাকে?
ক) দশটি খ) পাঁচটি
গ) আটটি ঘ) তিনটি
উত্তর :ক
২. লোহার দৈর্ঘ্য প্রসারাঙ্ক কত?
ক) .০০০১২/হ্নঈ
খ) .০০০০১২/হ্নঈ
গ) .০০০০০১২/হ্নঈ
ঘ) .১২/হ্নঈ
উত্তর :খ
৩. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের ১ ভাগের দৈর্ঘ্যের পার্থক্যকে কী বলে?
ক) ভার্নিয়ার পাঠ
খ) যান্ত্রিক ত্রুটি
গ) ভার্নিয়ার ধ্রুবক
ঘ) ভার্নিয়ার সমপাতন
উত্তর :গ
৪. গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
ক) খ)
গ) ঘ)
উত্তর : গ
৫. মূল স্কেলের ক্ষুদ্রতম ১ ভাগের দৈর্ঘ্য ১ মিমি হলে ভার্নিয়ার স্কেলের ১০ ভাগের দৈর্ঘ্য কত হবে?
ক) ১ মিমি খ) ০.১ মিমি
গ) ৯ মিমি ঘ) ০.৯ মিমি
উত্তর :ঘ
৬. দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে প্রধান স্কেলের পাঠ ৩.৬ সেমি, ভার্নিয়ার পাঠ ৪ এবং ভার্নিয়ার ধ্রুবক ০.০১ সেমি হলে দণ্ডের প্রকৃত দৈর্ঘ্য কত হবে?
ক) ৪.৩৬ সেমি
খ) ৩.৬৪ সেমি
গ) ৩.৬৬ সেমি
ঘ) ৪.২৬ সেমি
উত্তর :খ
৭. ভার্নিয়ার স্কেল ব্যবহৃত হয়_
ক) ফাঁপা চোঙের ভেতরের ব্যাস নির্ণয়ে।
খ) গোলকের ব্যাস নির্ণয়ে।
গ) মিলিমিটারের ভগ্নাংশ পর্যন্ত দৈর্ঘ্য নির্ণয়ে।
ঘ) কোনটি সঠিক নয়।
উত্তর :গ
৮. ভার্নিয়ার স্কেলের ী ঘরের দৈর্ঘ্য মূল স্কেলের কতসংখ্যক ঘরের দৈর্ঘ্যের সমান?
ক) খ)
গ) ঘ)
উত্তর : ক
৯. ১ মিটার লম্বা নিকেলের দণ্ডের উষ্ণতা ১০০হ্নঈ বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে?
ক) ১.৩ মিটার
খ) ১.৩ সেন্টিমিটার
গ) ১.৩ মিলিমিটার
ঘ) সব
উত্তর :গ
১০. ্তুম্থ-এর মান কোথায় সবচেয়ে বেশি?
ক) বিষুব অঞ্চলে খ) মেরু অঞ্চলে
গ) ভূ-কেন্দ্রে ঘ) পাহাড়ে
উত্তর :খ
১১. পৃথিবীতে তোমার ভর ৪২ কিলোগ্রাম। চাঁদে তোমার ভর কত হবে?
ক) ৪২ নিউটন খ) ৪২ গ্রাম
গ) ৪২ কিলোগ্রাম ঘ) ৭ কিলোগ্রাম
উত্তর :গ
১২. এ মহাবিশ্বের প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করে। এ আকর্ষণ বল_
র. বস্তু দুটির তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর ক্রিয়া করে।
রর. বস্তু দুটির ভরের ওপর নির্ভর করে না।
ররর. বস্তু দুটির মধ্যবর্তী দূরত্বের ওপর নির্ভর করে।
নিচের কোনটি সঠিক?
ক) র ও ররর খ) র ও রর
গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ক
Post a Comment