2

Transformation of degree


Transformation
প্রিয় শিক্ষার্থীরা, আজ ইংরেজি দ্বিতীয় পত্রের Grammar অংশের Transformation of sentences নিয়ে আলোচনা করব।
শুরুতেই Transformation of degree নিয়ে আলোচনা করব। এ জন্য আমি কতগুলো rules উপস্থাপন করেছি। এ ছাড়া তোমাদের শেখা rule-গুলো যাতে সঠিকভাবে প্রয়োগ করতে পার, সে জন্য প্রতিটি rule-এর সমর্থনে example ও exercise দেওয়া হয়েছে। এই exercise-গুলো সঠিকভাবে অনুশীলন করলে সহজেই Transformation of degree আয়ত্ত করা যাবে।
Transformation of degrees
কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে দোষ-গুণের তুলনাকে Degree বলে।
Degree তিন প্রকার। যথা:
(i) Positive degree
(ii) Comparative degree
(iii) Superlative degree

Positive degree : যখন কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায় না, তখন adjective-এর positive degree হয়। এ ক্ষেত্রে adjective-এর কোনো পরিবর্তন হয় না।
Example : He is tall.

Comparative degree : যখন দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা বোঝায়, তখন adjective-এর Comparative degree হয়।
Example: He is taller than I.

Superlative degree : যখন দুয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে তুলনা করা হয়, তখন adjective-এর Superlative degree হয়।
Example : He is the tallest boy in the class.
নিয়ম ১: যদি Positive degree শেষে একটি consonant বা দুটি consonant থাকে তাহলে comparative করার সময় er এবং superlative করার সময় est যোগ করতে হয়।
Positive Comparative Superlative
Black blacker blackest
Cold colder coldest
New newest newest 
 
নিয়ম ২: যদি Positive degree-এর শেষে e থাকে তাহলে Comparative করার সময় r এবং Superlative করার সময় st যোগ করতে হয়।
Positive Comparative Superlative
Brave braver bravest
Fine finer finest
Nice nicer nicest
Wide wider widest   
নিয়ম ৩: যদি Positive degree শেষে consonant এবং তার আগে vowel থাকে তাহলে consonant double করে comparative করার সময় er এবং superlative করার সময় est যোগ করতে হয়।
Positive Comparative Superlative
Big bigger biggest
Hot hotter hottest
Sad sadder saddest
Thin thinner thinnest   
নিয়ম ৪: যদি Positive degree শেষে ‘Y’ এবং তার আগে consonant থাকে তাহলে ‘Y’ স্থলে i বসিয়ে comparative করার সময় er এবং Superlative করার সময় est যোগ করতে হয়।
Positive Comparative Superlative
Happy happier happiest
Dry drier driest
Easy easier easiest
Merry merrier merriest
Note: ব্যতিক্রম ক্ষেত্রে কোনো পরিবর্তন না হয়ে শুধু comparative-এর সময় er এবং superlative-এর সময় est বসবে।
Positive Comparative Superlative
Gay gayer gayest
Grey greyer greyest   
নিয়ম-৫: দুই Syllable যুক্ত অধিকাংশ Adjective এবং দুই-এর অধিক syllable যুক্ত সমস্ত Adjective এবং ‘full’ যুক্ত সব Adjective-এর আগে more বা less যোগ করে Comparative এবং most বা least যোগ করে Superlative Degree গঠন করা হয়ে থাকে।
Positive Comparative Superlative
Beautiful more beautiful most beautiful
less beautiful least beautiful
Careful more careful most careful
less careful least careful
Honest more honest most honest
Important more important most important   
নিয়ম ৬: কতকগুলো Positive degree রয়েছে যাদের Comparative এবং Superlative করার সময় কোনো সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় না। এদের Irregular Adjective বলে।
যেমন:
Positive Comparative Superlative
Bad worse worst
Good better best
Late later latest
Many/Much more most
Little less least
Fore former foremost
Old older oldest/eldest  

Superlative to Positive

Rule 1: Nilima is the best girl in the class. এরূপ Superlative degree-এর Sentence-কে Positive degree-তে পরিবর্তন করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
Sentence-এর প্রথমে no other বসে + adjective-এর শেষের অংশ + verb + as + adjective-এর superlative degree-কে positive degree-তে রূপান্তর করতে হবে + as + subject বসবে।
Super : Karim is the oldest man in the village.
Positive : No other man in the village is as old as Karim.
Note : Superlative degree-এর পরে যদি of all বা of any থাকে, তাহলে অন্য সব নিয়ম অপরিবর্তিত থাকে, শুধু of all বা of any উঠে যায়।
Super : The Padma is the largest of all rivers in Bangladesh.
Positive : No other river in Bangladesh is as large as the Padma.
Rule 2 : One of the যুক্ত superlative degree-কে positive করার সময় one of the-এর পরিবর্তে শুধু sentence-এর প্রথমে few বা very few বসে এবং verb-এর plural form বসে।
Super : Nazrul is one of the greatest poets of Bangladesh
Positive : Very few poets of Bangladesh are as great as Nazrul.
Exercise for practise:
1. Mr. Taher is the noblest person in our village.
2. Gold is one of the most precious metals.
3. The Arabian Nights is the most popular of all stories.

Comparative to positive

Rule 1: Karim is wiser than Rahim.
এরূপ than যুক্ত comparative degree-এর sentence-কে positive degree-তে রূপান্তর করার নিয়ম:
Than-এর পরের অংশ + verb + not (যদি sentence-টি affirmative হয়, কিন্তু sentence-টি negative হলে not উঠে যায়) + so/as + adjective-এর positive form +as + প্রদত্ত বাক্যের প্রথম noun/pronoun।
Comparative : Karim is wiser than Rahim.
Positive : Rahim is not so wise as Karim.
Rule 2: Than any other/all other যুক্ত comparative degree-এর sentence-কে positive করতে হলে—
প্রথমে no other বসে + any other/all other-এর পরের অংশ + verb + so/as + adjective-এর positive form + as + প্রদত্ত বাক্যের subject বসে।
Comparative : Tamal is more intelligent than all other boys in the class.
Positive : No other boy in the class is so intelligent as Tamal.
Rule 3 : Than most/few other যুক্ত comparative form-কে positive করতে হলে নিচের নিয়মটি অনুসরণ করতে হবে।
very few + most other/few other-এর পরের অংশ + verb-এর plural form + as/so + adjective-এর positive form + as + প্রদত্ত বাক্যের subject.
Comparative : Iron is more useful than most other metals.
Positive : Very few metals are as useful as iron.
Rule 4 : No less/not less...than যুক্ত comparative-কে positive করতে হলে নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
subject + verb + no less/not less-এর পরিবর্তে as + adjective-এর positive form + as + than-এর পরের অংশ।
Comparative : He is not less strong than you.
Positive : He is as strong as you.
Exercise for practise
1. This box is heavier than that.
2. The Sonargaon is more expensive than most other hotels. 

Post a Comment

 
Top