১। বর্তমানে পৃথিবীতে কত হাজারের ওপর
ভাষা প্রচলিত?
ক. আড়াই খ. তিন
গ. সাড়ে তিন ঘ. সাড়ে চার
২। নিচের কোনটি ধর্মসংক্রান্ত
ফারসি শব্দ?
ক. রোজা খ. নালিশ
গ. ঈদ ঘ. কোরআন
৩। বাক প্রত্যঙ্গজাত ধ্বনির সূক্ষ্মতম
মৌলিক অংশ বা একককে কী বলে?
ক. শব্দ খ. ধ্বনি
গ. ধ্বনিতত্ত্ব ঘ. ধ্বনিমূল
৪। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে?
ক. কার খ. ফলা
গ. হস ঘ. কসি
৫। পদের মধ্যে কোনো ব্যঞ্জন
ধ্বনি লোপ পেলে তাকে কী বলে?
ক. অভিশ্রুতি খ. বিষমীভবন
গ. স্বরলোপ ঘ. অন্তর্হতি
৬। সমাসবদ্ধ শব্দে দু-পদের প্রাধান্য
থাকলে ণ-ত্ব বিধান খাটে না, এর উদাহরণ
কোনটি?
ক. অনুষঙ্গ খ. নবারুণ
গ. সর্বনাম ঘ. ভাষণ
৭। কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির
উদাহরণ?
ক. কথামৃত খ. নাবিক
গ. গোস্পদ ঘ. পরিশ্রান্ত
৮। 'অহরহ' শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. অহ+অহ খ. অহঃ+অহ
গ. অহঃ+অহঃ ঘ. অহ+রহ
৯। 'আ'- প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক
শব্দ কোনটি?
ক. আধুনিকা খ. নায়িকা
গ. মল্লিকা ঘ. বিধাতা
১০। কোন দ্বিরুক্তিটি অন্তস্বরের
পরিবর্তন করে গঠিত?
ক. মারামারি খ. মিটমাট
গ. ভয়-ডর ঘ. জারিজুরি
১১। ১৬-এর পূরণবাচক রূপ কোনটি?
ক. ষোল খ. ষষ্টিতম
গ. ষোলই ঘ. ষোড়শ
১২। কেবল অপ্রাণিবাচক বহুবচনে ব্যবহৃত
শব্দ কোনটি?
ক. মালা খ. বৃন্দ
গ. সকল ঘ. গণ
১৩। একটা দেশ যেমনই হোক_
এখানে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের
ব্যবহার হয়েছে?
ক. নির্দিষ্টতা খ. অনির্দিষ্টতা
গ. সুনির্দিষ্টতা ঘ. দ্ব্যর্থহীনতা
১৪। 'ছাগদুগ্ধ'-এর ব্যাসবাক্য কোনটি?
ক. ছাগের দুগ্ধ খ. ছাগীর দুগ্ধ
গ. ছাগলের দুগ্ধ ঘ. ছাগীর যে দুগ্ধ
১৫। 'দা-কুমড়া' কী ধরনের দ্বন্দ্ব সমাসের
উদাহরণ?
ক. বিপরীতার্থক খ. বিরোধার্থক
গ. সমার্থক ঘ. মিলনার্থক
১৬। কৃদন্তপদের সঙ্গে উপপদের যে সমাস
হয় তাকে কোন সমাস বলে?
ক. অলুক তৎপুরুষ
খ. উপপদ তৎপুরুষ
গ. নঞ তৎপুরুষ
ঘ. ব্যতিহার বহুব্রীহি
১৭। বাংলা ভাষায় ব্যবহৃত
খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা কত?
ক. উনিশ খ. বিশ
গ. একুশ ঘ. পঁচিশ
১৮। নিচের কোনটি অজ্ঞাতমূল ধাতুর
উদাহরণ?
ক. হের্ খ. পঠ্
গ. বিগড়্ ঘ. গম্
১৯। বাংলা কৃৎ প্রত্যয় সাধিত পদ কোনটি?
ক. পাকড়াও খ. বড়াই
গ. বৈজ্ঞানিক ঘ. ঝরনা
২০। 'শানচ' প্রত্যয়ের 'আন'
বিকল্পে কী হয়?
ক. মান খ. জান
গ. আ গ. ই
২১। বাংলা ভাষায় তদ্ধিত প্রত্যয় কত
প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
২২। নিচের কোনটি পর্তুগিজ ভাষার শব্দ?
ক. বালতি খ. চাহিদা
গ. দারোগা ঘ. নালিশ
২৩। যথা ধর্ম তথা জয়_এ বাক্যের 'যথা-
তথা' কী ধরনের অব্যয়?
ক. সাপেক্ষবাচক খ. ধ্বন্যাত্মক
গ. সমুচ্চয়ী ঘ. নিত্য সম্বন্ধী
২৪। নিচের কোন বাক্যটিতে মিশ্র
ক্রিয়া আছে?
ক. এবার চলে যাও।
খ. চুপ কর।
গ. গোল্লায় যাও।
ঘ. চাঁদ উঠেছে।
২৫। কখন অতীত কালের স্থলে ভবিষ্যৎ
কালের ব্যবহার হয়?
ক. বিস্ময় প্রকাশে
খ. ভীতি প্রদর্শনে
গ. আদরার্থে
ঘ. আক্ষেপ প্রকাশে
২৬। নিচের কোন বাক্যটিতে ভবিষ্যৎ
কালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে?
ক. চেষ্টা কর, বুঝতে পারবে
খ. সর্বদা সত্য কথা বলবে
গ. রোগ হলে ওষুধ খাবে
ঘ. ওদিকে যেও না
২৭। বাঘে-মহিষে এক ঘাটে জল খায়_
এখানে 'বাঘে-মহিষে' কোন কর্তার
উদাহরণ?
ক. ব্যতিহার কর্তা খ. অসমান কর্তা
গ. প্রযোজক কর্তা ঘ. মুখ্য কর্তা
২৮। 'দে'-ধাতুর প্রথম পুরুষে ঘটমান
বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?
ক. দিতেছে খ. দিত
গ. দিচ্ছে ঘ. দিয়েছিল
২৯। নিচের কোন বাক্যটি কর্মকারকে শূন্য
বিভক্তির উদাহরণ?
ক. ডাক্তার ডাক।
খ. ভিক্ষুককে ভিক্ষা দাও।
গ. মেয়েরা বল খেলে।
ঘ. জঙ্গলে চল।
৩০। 'কী হেতু এসেছ তুমি কহ বিস্তারিয়া।'_
এখানে 'হেতু' অনুসর্গটি কী অর্থ প্রকাশ
করছে?
ক. নিমিত্তে খ. সঙ্গে
গ. নিকটে ঘ. অধিকারে
৩১। যে বাক্যের একটি প্রধান খণ্ড বাক্যের
এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর
সাপেক্ষভাবে ব্যবহৃত হয়, তাকে কী বলে?
ক. জটিল বাক্য খ. যৌগিক বাক্য
গ. সরল বাক্য ঘ. আশ্রিত খণ্ড বাক্য
৩২। ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি_
তাকে এক কথায় কী বলে?
ক. জিতেন্দ্রিয় খ. ইন্দ্রজিত
গ. জীবন্মৃত ঘ. ইন্দ্রনাথ
৩৩। 'খপোত' শব্দের অর্থ কী?
ক. কবুতর খ. জাহাজ
গ. উড়োজাহাজ ঘ. বাজপাখি
৩৪। গুণহীনের ব্যর্থ আস্ফালন_
কথাটি নিচের কোন প্রবাদ বাক্যের
সাহায্যে বোঝানো হয়?
ক. অসারের তর্জন গর্জন সার
খ. কানা ছেলের নাম পদ্মলোচন
গ. অতি ভক্তি চোরের লক্ষণ
ঘ. ঘুঘু দেখেছ ফাঁদ দেখনি
৩৫। অনিষ্ট
করতে গিয়ে কারো ভালো হওয়াকে কোন
বাগধারা দিয়ে প্রকাশ করা হয়?
ক. সাপে-নেউলে খ. শাপেবর
গ. সাপের পাঁচ পা ঘ. ম্যাও ধরা
৩৬। নিচের কোন 'কাঁচা' শব্দটি গুরুত্বহীন
অর্থে ব্যবহৃত হয়?
ক. কাঁচা কথা খ. কাঁচা সোনা
গ. কাঁচা বয়স ঘ. কাঁচা রাস্তা
৩৭। কর্মবাচ্যের বাক্যে কর্মে কোন
বিভক্তির প্রয়োগ হয়?
ক. প্রথমা খ. দ্বিতীয়া
গ. তৃতীয়া ঘ. চতুর্থী
৩৮। প্রত্যক্ষ উক্তির 'আগামীকাল'
পরোক্ষ উক্তিতে কী হয়?
ক. আগের দিন খ. পরের দিন
গ. পূর্ব দিন ঘ. পরবর্তী দিন
৩৯। সম্বোধনের পরে কোন যতিচিহ্ন
বসে?
ক. কমা খ. সেমিকোলন
গ. হাইফেন ঘ. কোলন
৪০। বহুপদময় বিশেষণ কোথায় বসে?
ক. বিশেষ্যের পরে
খ. বিশেষ্যের পূর্বে
গ. অব্যয়ের পরে
ঘ. ক্রিয়ার পূর্বে
৪১। No Smoke without Fire- এর সঠিক
বঙ্গানুবাদ কোনটি?
ক. আগুন ব্যতীত ধোঁয়া হয় না।
খ. আগুন পোহাতে ধোঁয়া সইতে হয়।
গ. কারণ বিনা কার্য হয় না।
ঘ. ধোঁয়া ছাড়া আগুন জ্বলে না।
৪২। The grapes are sour- এর সঠিক
বঙ্গানুবাদ কোনটি?
ক. আঙুর ফল টক।
খ. পেলে না তাই খেলে না।
গ. খেলে না তাই পেলে না।
ঘ. যেমন কর্ম তেমন ফল।
৪৩। Cut your coat according to your
cloth- এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. আয় বুঝে ব্যয় করো।
খ. ব্যয় বুঝে আয় করো।
গ. ভাবিয়া করিও কাজ।
ঘ. কাপড় অনুযায়ী কোট বানাও।
৪৪। Ill got, ill spent- এর সঠিক
বঙ্গানুবাদ কোনটি?
ক. যেমন কর্ম তেমন ফল।
খ. আয় বুঝে ব্যয় করো।
গ. মন্দ পাওয়া মন্দ হাওয়া।
ঘ. পাপের ধন প্রায়শ্চিত্তে যায়।
৪৫। A beggar has nothing to loose-
এর সঠিক বঙ্গানুবাদ কোনটি?
ক. ভিক্ষুকের কিছু হারাবার নেই
খ. একজন ভিক্ষুকের কিছুই নেই
গ. ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
ঘ. ন্যাংটোর নেই বাটপারের ভয়
৪৬। 'পত্র' শব্দের আভিধানিক অর্থ কী?
ক. স্মারক খ. চিহ্ন
গ. পাতা ঘ. সংযোগ
৪৭। 'পোস্টাল কোড' কী নির্দেশ করে?
ক. চিঠি লেখার স্থান
খ. প্রাপকের নাম
গ. ডাকঘরের নাম
ঘ. প্রাপকের এলাকা
৪৮। বৈষয়িক
ব্যাপারে সরকারি পৃষ্ঠপোষকতায়
আইনানুসারে লিখিত পত্রকে কী বলে?
ক. স্মারকপত্র
খ. সরকারি পত্র
গ. বায়নামা পত্র
ঘ. দলিলপত্র
৪৯। কোনো শ্রদ্ধেয় ব্যক্তিকে বিদায়
অনুষ্ঠানে যে শ্রদ্ধার্ঘ্য পত্র দেওয়া হয়,
তার নাম কী?
ক. মানপত্র খ. আবেদনপত্র
গ. বিদায়পত্র ঘ. শ্রদ্ধার্ঘ্যপত্র
৫০। কোন ধরনের পত্রে একাধিক সম্বোধন
পদের ব্যবহার হয়ে থাকে?
ক. আবেদনপত্র খ. অভিনন্দন পত্র
গ. ব্যক্তিগত পত্র ঘ. নিমন্ত্রণপত্র
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment