0
পরিবেশ পরিচিতি সমাজ (মডেল প্রশ্ন-২)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০

[দ্রষ্টব্য :ডান পাশে উলি্লখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক।]

১. সঠিক উত্তরটি খাতায় লেখ : ১ু১০ = ১০
ক. এলাকায় বিশুদ্ধ পানির অভাব থাকলে নিম্নের কোন রোগগুলো হতে পারে?
(১) কলেরা ও টাইফয়েড (২) সর্দি ও কাশি
(৩) যক্ষ্মা ও ফুসফুসের রোগ (৪) সর্দি ও জ্বর
খ. বিদ্যালয়ে যাবার পথে তুমি দেখলে, বিদ্যালয়ের একটি গাছ ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?
(১) বিষয়টি এড়িয়ে যাব
(২) বিষয়টি প্রধান শিক্ষককে জানাব
(৩) বিষয়টি বন্ধুদের জানাব
(৪) বন্ধুদের সহায়তায় ছাগলটি তাড়িয়ে দেব
গ. কোনটি পারিবারিক সম্পদ?
(১) বাগান (২) নদী (৩) বনভূমি (৪) সেতু
ঘ. বাড়ি পরিষ্কার রাখার জন্য মা ও বাবা কাজ করেন। পরিবারের সদস্য হিসেবে তুমি কী করবে?
(১) কাগজ ছিঁড়ে ঘরে ফেলবে
(২) বাড়ির ময়লা রাস্তায় ফেলবে
(৩) মা-বাবাকে সাহায্য করবে
(৪) মা কাজে সাহায্য করতে বললে এড়িয়ে যাবে
ঙ. নিচের কোন কারণের জন্য 'বিশ্ব শিশু শ্রমবিরোধী দিবস' পালন করা হয়?
(১) মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে সকলকে সচেতন করার জন্য
(২) মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে আলোচনা করার জন্য
(৩) মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে পোস্টার তৈরি করার জন্য
(৪) মানবাধিকারবিরোধী কাজ সম্পর্কে র‌্যালি করার জন্য
চ. গণতন্ত্রের অর্থ কী?
(১) পরিবারের শাসন (২) আমলাদের শাসন
(৩) কতিপয় ব্যক্তির শাসন (৪) জনগণের শাসন
ছ. নাগরিকের প্রথম কর্তব্য কী?
(১) আইন মানা (২) আনুগত্য
(৩) কর প্রদান (৪) ধর্মীয় সহিষ্ণুতা
জ. কোনটি চিরসবুজ বৃক্ষ?
(১) সেগুন (২) রাবার (৩) জলপাই (৪) জাম
ঝ. জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত?
(১) ৬ষ্ঠ (২) ৯ম (৩) ১০ম (৪) ১৩তম
ঞ. সোমপুর বিহারে কয়টি কক্ষ আবিষ্কৃৃত হয়েছে?
(১) ১৭৫টি (২) ১৭৭টি (৩) ১৭৯টি (৪) ১৮০টি
২. সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে বাক্যটি
খাতায় লেখ : ২ু৫ = ১০
ক. আমরা অনেক সময় ........... গাছ কাটি।
খ. অন্যের মানবাধিকার ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ করা থেকে ........... থাকব।
গ. অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা ও সহনশীলতাকেই ........... সহিষ্ণুতা বলে।
ঘ. নাগরিককে রাষ্ট্রের প্রতি কিছু ........... ও কর্তব্য পালন করতে হয়।
ঙ. বাংলাদেশ এক সময় অসংখ্য ........ ধানের ভাণ্ডার ছিল।
৩. নিচের উক্তিগুলো খাতায় লিখে ডানপাশে শুদ্ধ হলে 'শুদ্ধ এবং অশুদ্ধ হলে 'অশুদ্ধ' লেখ : ২ু৫ = ১০
ক. সকল এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের ধরন এক।
খ. আমাদের দেশের অধিকাংশ মানুষ গরিব।
গ. ক্লাব, সংঘের নিজস্ব নিয়ম কানুন আছে।
ঘ. সকলের বিশ্রাম ও অবসর বিনোদনের অধিকার আছে।
ঙ. গারোদের গায়ের রং তামাটে।
৪. বামপাশের কথাগুলোর সাথে ডানপাশের কথাগুলো মিল করে খাতায় লেখ : ২ু৪ = ৮
৫. অল্প কথায় উত্তর দাও :(যে কোনো দশটি) ৩ু১০ = ৩০
ক. বঙ্গবন্ধু সেতু নির্মাণের পর আমাদের কী কী উপকার হয়েছে?
খ. বিদ্যালয় আমাদের কী কী করতে শেখায়?
গ. বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের কী করা প্রয়োজন?
ঘ. মানবাধিকার কী?
ঙ. একজন নেতা সমাজের জন্য কী করতে পারেন?
চ. নির্বাচন কাকে বলে?
ছ. অর্থকরী ফসল কাকে বলে?
জ. জীবনযাত্রার মানের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব সংক্ষেপে লেখ।
ঝ. ময়নামতিতে প্রাপ্ত নিদর্শন সামগ্রীর গুরুত্ব কী?
ঞ. মধ্যযুগে বাংলায় কী কী সামগ্রী রপ্তানি হত?
ট. নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে গোপন ষড়যন্ত্রে কারা যোগ দেয়?
ঠ. আন্তর্জাতিক আদালতে কিসের বিচার হয়?
৬. যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৮ু৪ = ৩২
ক. এলাকায় বৃক্ষরোপণ ও পরিচর্যা করা উচিত কেন? ৮
খ. আমাদের দেশে শিশুরা কীভাবে মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে? এক্ষেত্রে তোমার করণীয় কী? ৫ + ৩ = ৮
গ. নাগরিক রাষ্ট্রের কাছ থেকে কী কী অধিকার ভোগ করে? সামাজিক অধিকারের বর্ণনা দাও। ৩ + ৫ = ৮
ঘ. আমাদের দেশে পরিবেশ দূষণের কারণগুলো কী?
পরিবেশ রক্ষায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য সংক্ষেপে লেখ। ৪ + ৪ = ৮
ঙ. সংস্কারক হিসেবে রাজা রামমোহন রায় কী অবদান রাখেন? ৮
চ. জাতিসংঘ গঠনের প্রধান প্রধান উদ্দেশ্য কী? নিরাপত্তা পরিষদের প্রধান লক্ষ্য বর্ণনা কর। ৪ + ৪ = ৮

Post a Comment

 
Top