1

Bangla 2nd Paper for JSC Exam

১। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান_
ক. পঞ্চম খ. চতুর্থ
গ. নবম ঘ. সপ্তম
২। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের খ. মধ্যযুগের
গ. বৈদিক যুগের ঘ. আধুনিক যুগের
৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক) উড়িয়া খ. হিন্দি
গ. বঙ্গকামরূপী ঘ. পালি
৪। বাংলাভাষার সঙ্গে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?
ক. সংস্কৃত খ. গুজরাটি
গ. হিন্দি ঘ. ভোজপুরিয়া
৫। বাংলাভাষার জন্ম হয়েছে_
ক. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে
খ. ইন্দো-ইরানীয় মূল ভাষা থেকে
গ. ইন্দো-ভারতীয় মূল ভাষা থেকে
ঘ. ইন্দো-ইউরোপীয় পূর্ব ভারতীয় ভাষা থেকে
৬। মানুষের যোগাযোগের মাধ্যম কী?
ক. ধ্বনি খ. শব্দ গ. ভাষা ঘ. বাগমন্ত্র
৭। চলিত রীতির প্রবর্তক কে?
ক. প্যারীচাঁদ মিত্র খ. প্রমথ চৌধুরী
গ. গিরিশচন্দ্র সেন ঘ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
৮। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য প্রয়োজন?
ক. বাগ্ধারার খ. ফুসফুসের
গ. বাগযন্ত্রের ঘ. ওষ্ঠের
৯। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
ক. আড়াই হাজার
খ. তিন হাজারের ওপরে
গ. সাড়ে তিন হাজারের ওপরে
ঘ. প্রায় সাড়ে তিন হাজার
১০। কোনটি পারিভাষিক শব্দ?
ক. নামাজ খ. কলেজ
গ. শিক্ষানবিশ ঘ. কলম
১১। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্বের খ. বাক্যতত্ত্বের
গ. রূপতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
গ. উপ-ভাষা ঘ. বিদেশি ভাষা
১৩। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ধ্বনির খ. শব্দের
ঘ. ভাবের ঘ. মনের
১৪। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১৫। কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
ঘ. রাজা রামমোহান রায়
১৬। বাংলা বর্ণমালার উৎস কী?
ক. তিব্বতি লিপি খ. ব্রাক্ষ্মী লিপি
গ. দেবনাগরী লিপি ঘ. সংস্কৃত লিপি
১৭। ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরি
খ. মানু-এল-দা আসসু
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. সি.এন.বি. হ্যালহেড
১৮। ইংরেজি এৎধসসধৎ শব্দটি এসেছে_
ক. পালি ভাষা থেকে
খ. গ্রিক ভাষা থেকে
গ. ল্যাটিন ভাষা থেকে
ঘ. ইতালি ভাষা থেকে
১৯। সাধিত শব্দ কোনটি?
ক. হাত খ. কলম গ. গরমিল ঘ. বই
২০। নাম প্রকৃতির উদাহরণ কোনটি?
ক. চলন্ত খ. লিখিত গ. ফুলেল ঘ. জমা

Post a Comment

  1. For Worldwide Education News , So Visit Here
    www.mixresult.com

    ReplyDelete

 
Top