TENSE AT A GLANCE
Tense
|
Defination/সংজ্ঞা
|
বাংলায় চেনার উপায়
|
ইংরেজীতে চেনার উপায়
|
Structure/গঠন
|
Example
|
Present Indefinite tense
|
বর্তমানে কোন কাজ করা, অভ্যাসগত কাজ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ বুঝালে Present Indefinite হয়।
|
বাংলা ক্রিয়ার শেষে অ, ই, এ, য়, ও ইত্যাদি থাকে।
|
ইংরেজী বাক্যে Always, often, occasionally,sometimes, daily,weekly, on Friday,in winter, whenever, generally ইত্যাদি থাকে।
|
Sub+ মুল verb এর present form +object
|
Samiasings a sweet songs.
|
Present continuous tense
|
যে কাজ বর্তমানে চলছে তাকে Present Continuous বলে
|
বাংলা ক্রিয়ার শেষে চ্ছ,চ্ছেন, চ্ছে / তেছি, তেছ, তেছেন ইত্যাদি থাকে।
|
ইংরেজী বাক্যে Now, right now, at present, at this moment, today, this season, this year,Today,ইত্যাদি থাকে।
|
Sub+am/is/are+ মুল verb এর present form এর সাথে ing +ob.
|
Akhi is writing a English Grammar book.
|
Present Perfect tense
|
কোন কাজ এই মাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে বুঝালে Present perfect হয়।
|
বাংলা ক্রিয়ার শেষে ছি, ছ, ছেন, করিনি, খাইনি, যাইনি ইত্যাদি থাকে।
|
ইংরেজী বাক্যে Just, just now, already,ever,lately,recently ইত্যাদি থাকে।Past action with a result in the present.
|
Sub+have/has+মুল verb এর past participle +ob.
|
Sadia has done the sum.
|
Present Perfect Continuous tense
|
কোন কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলছে বুঝালে Present Perfect Continuous হয়
|
বাংলা ক্রিয়ার শেষে তেছি, তেছ, তেছেন, যাবত, ধরিয়া, জন্য ইত্যাদি এবং একটি সময়ের উল্লেখ থাকে।
|
Actions started before but continuing now,
Since (Definite time নির্দিষ্ট সময়), For (indefinite time অনির্দিষ্ট সময়)
|
Sub.+have been/has been+মুল verb এর present form এর সাথে ing +obj.
|
Torikul has been teaching here since 2005.
|
Past Indefinite tense
|
অতীতে কোন কাজ নির্দিষ্ট সময়ে বা সাধারন ভাবে শেষ হয়ে ছিল বুঝালে Past Indefinite হয়
|
বাংলা ক্রিয়ার শেষে ল,লে,লেন,ত, তে,তাম ইত্যাদি থাকে।
|
Completed actions in the past, yesterday ,last night last year, ago, since, long since
|
Sub+ মুল verb এর past form +object
|
Sanjida went to Madhupur last year.
|
Past continuous tense
|
যে কাজ অতীতে কিছু সময় ধরে চলছিল তাকে Past Continuous বলে
|
বাংলা ক্রিয়ার শেষে তেছিল,তেছিলেন,তেছিলাম, ইত্যাদি থাকে।
|
Sentence এর মাঝে was/were+v+in থাকবে
|
Sub+was/were+ মুল verb এর present form এর সাথে ing +obj.
|
Muna was watching Hindi Movie.
|
Past Perfect tense
|
অতীত কালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যে কাজটি পুর্বে ঘটে ছিল তাকে Past Perfect বলে
|
নির্দিষ্ট অতীত ঘটনার পুর্বে ক্রিয়ার শেষে ল,লে,লেন,ত, তে,তাম ইত্যাদি থাকে।
|
Before(পুর্বে)/after (পরে)
which action finished ago between two is Past perfect.
|
Sub.+had+মুল verb এর past participle +obj.
|
Farin had prepared her lesson before I told.
|
Past Perfect Continuous tense
|
অতীত কালে সম্পন্ন দুটি কাজের মধ্যে পুর্বে সংঘটিত কাজটি কিছু সময় ধরে চলছিল বুঝালে Past Perfect Continuous হয়
|
বাংলা ক্রিয়ার শেষে তেছিল,তেছিলেন,তেছিলাম, ইত্যাদি এবং একটি অতীত সময়ের উল্লেখ থাকে।
|
Sentence এর মাঝে had been থাকবে
|
Sub.+had been+মুল verb এর present form এর সাথে ing +obj.
|
Mitu had been memorizing the poem for two hours.
|
Future Indefinite tense
|
ভবিষ্যৎ এ কোন কাজ ঘটবে বুঝালে তাকে Future Indefinite বলে
|
বাংলা ক্রিয়ার শেষে ব,বে,বেন ইত্যাদি থাকে।
|
Sentence এর মাঝে shall/will থাকবে
|
Sub.+shall/will+মুল verb এর present form +object
|
Any will dance in the party.
|
Future continuous tense
|
ভবিষ্যৎ এ কোন কাজ কিছু সময় ধরে চলতে থাকবে বুঝালে তাকে Future Continuous বলে
|
বাংলা ক্রিয়ার শেষে তেথাকিব,তেথাকিবে,তেথাকিবেন ইত্যাদি থাকবে
|
Sentence এর মাঝে shall be/will be+v+ing থাকবে
|
Sub.+shall be/will be+মুল verb এর present form এর সাথে ing +obj.
|
Tasbih will be teaching us grammar.
|
Future Perfect tense
|
ভবিষ্যৎ কালে সম্পন্ন দুটি কাজের মধ্যে যে কাজটি পুর্বে ঘটবে তাকেFuture Perfectবলে
|
বাংলা ক্রিয়ার শেষে ইয়াথাকিব,ইয়াথাকবে ,ইয়াথাকিবেন ইত্যাদি থাকে।
|
Sentence এর মাঝে shall have/ will have থাকবে
|
Sub.+shall have / will have++মুল verb এর past participle +obj.
|
Urmi will have heard the news.
|
Future Perfect Continuous tense
|
ভবিষ্যৎ এ কোন কাজ নির্দিষ্ট সময়ে শেষ হওয়ার পুর্ব পর্যন্ত চলতে থাকবে বুঝালে তাকে Future Perfect Continuous বলে
|
বাংলা ক্রিয়ার শেষে তেথাকিব,তেথাকিবে, ইত্যাদি এবং একটি সময়ের উল্লেখ থাকে।
|
Sentence এর মাঝে shall have been/ will have been + v+ingথাকবে
|
Sub.+shall /will have been+মুল verb এর present form এর সাথে ing +obj.
|
Niloy will have been playing for an hour.
|
Post a Comment