জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা-২০১২ বাংলা- দ্বিতীয় পত্র
পত্র ও দরখাস্ত : (৩টি থাকিবে ১ টির উত্তর দিতে হইবে) : ৫
দরখাস্ত :
১) বিনা বেতনে অধ্যয়নের জন্য প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ।
অথবা ,
দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ ।
২) ছাড়পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট আবেদন পত্র লিখ।
৩। মশার উপদ্রব নিবারণের জন্য কর্তৃপক্ষের সহায়তা কামনা করে একটি আবেদন পত্র লিখ।
৪। তোমার এলাকায় বিশুদ্ধ পানীয় জলের জন্য অনতিবিলম্বে একটি গভীর নলকূপ স্থাপনের নিমিত্ত স্থানীয় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যানের সমীপে একখানা আবেদন পত্র লিখ।
৪। তোমার এলাকায় সাধারণ পাঠাগার স্থাপনের জন্য আর্থিক সাহায্য চেয়ে জেলা প্রশাসকের কাছে একখানা আবেদন পত্র লিখ।
৫। তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়ে একটি পত্র লিখ।
৬) গরমের জন্য সকালে ক্লাশ করতে চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি দরখাস্ত লিখ।
সংবাদপত্রে :
৭ ) তোমাদের এলাকায় পানীয় জলের অভাব মোচনের লক্ষ্যে নলকূপ চেয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ পত্রে/ কর্তৃপক্ষের নিকট / চেয়ারম্যানের নিকট একটি দরখাস্ত লিখ।
১) তোমার এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার প্রার্থনা করে যথাযথ কর্তৃ পক্ষের নিকট অথবা সংবাদপত্রে একটি পত্র রচনা কর।
২) তোমার এলাকায় একটি ডাকঘর ¯থাপনের প্রয়োজণীয়তা উলেখ করে কর্র্তৃপক্ষের দৃষ্টি আকর্ষনের জন্য দৈনিক পত্রিকায়/ পোস্ট মাস্টারের নিকট একটি পত্র লিখ।
৩) তোমার এলাকায় বন্যার্তদের সাহায্যের আবেদন জানিয়ে পত্রিকার স¤পাদকের নিকট / জেলা প্রশাসকের নিকট একটি পত্র লিখ।
৫। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে তোমার এলাকার দরিদ্র মানুষের যে কষ্ট হচ্ছে তা জানিয়ে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
৭। বৃক্ষেরোপণের প্রয়োজনীয়তা উল্লেখ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
৮। তোমার এলাকায় রাস্তা সংস্কারের জন্য সংবাদপত্রে প্রকাশের জন্য একটি পত্র লিখ।
#পত্র :
১) একটি বিজ্ঞান মেলার / আনন্দঘন দিনের বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লিখ।
২) পরীক্ষায় অসদুপায় অবলম্বন না করার জন্য ছোট ভাইকে পরামর্শ দিয়ে একটি পত্র লিখ।
৩) মাদক দ্রব্যের অপকারিতার কথা বর্ণনা দিয়ে তোমার বন্ধুকে একটি পত্র লিখ।
৪) একটি ঐতিহাসিক স্থানের বর্ণনা জানিয়ে বন্ধুর নিকট একটি পত্র লিখ।
৫) ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে ছোট ভাইকে উপদেশ দিয়ে একটি পত্র লিখ। (০৭)
৬) ছাত্রজীবনে শিক্ষা সফরের গুরুত্ব উলেখ করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখ।
৭) জে, এস, সি পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিয়েছো তা উল্লেখ করে বাবার নিকট একটি পত্র লিখ।
৮) সাংস্কৃতিক সপ্তাহের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখ।
৯) বন্ধুর মাতৃবিয়োগে/পিতৃবিয়োগে তাকে সান্ত¡না জানিয়ে একটি পত্র লিখ।
১০) জুনিয়র বৃত্তি পরীক্ষায় তোমার বন্ধুর কৃতিত্বে তাকে অভিনন্দন জানিয়ে একটি পত্র লিখ।
১১) দৈনিক সংবাদপত্র পাঠের প্রয়োজনীয়তা জানিয়ে তোমার বন্ধুকে একখানি পত্র লিখ।
১২) জাতীয় বৃক্ষরোপণ সপ্তাহের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে তোমার বন্ধুর নিকট একটি পত্র লিখ।
৩। ভাব সম্প্রসারণ : (২টি থাকিবে। ১ টির উত্তর করিতে হইবে) : ১০
১.কীর্তিমানের মৃত্যু নাই.....
২. জন্ম হোক যথাতথা....
৩. স্বাধীনতা অর্জনের চেয়ে .......
৪. নানান দেশের নানান....
৫. ভোগে সুখ নাই..........
৬. স্বদেশের উপকারে নাই.....
৭. মঙ্গল করিবার শক্তিই......
৮. ঘুমিয়ে আছে শিশুর পিতা....
৯. প্রাণ থাকিলে প্রাণী.........
১০.চরিত্র মানুষের অমূল্য স¤পদ..
১১. বন্যেরা বনে সুন্দর.......
১২. পু®প আপনার জন্য/সকলের তরে সকলে....
১৩। সংসার সাগর দুঃখ তরঙ্গের ......
১৪) দুর্নীতি জাতীয় জীবনের অভিশাপ স্বরূপ।
১৫) আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য।
১৬) দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য।
১৭) শৈবাল দীঘিরে বলে.....
১৮) গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন....।
১৯। পথ পথিকের সৃষ্টি করে না।
২০। স্পষ্টভাষী শত্রু নির্বাক মিত্র অপেক্ষা ভাল।
২১। পরের অনিষ্ট চিন্তা করে———।
৪। সারাংশ বা সারমর্ম : (২ টি থাকিবে। ১টির উত্তর দিতে হইবে) : ১০
সারাংশ
১. অভ্যাস ভয়ানক
২.মানুষের সুন্দর মুখ-
৩. ভবিষ্যতের ভাবনা-
৪. বিদ্যা মানুষের-
৫. ক্রোধ মানুষের
৬. মুখে অনেকেই টাকা..
৭. মানুষের মূল্য কোথায়
৮ সকল প্রকার কায়িক.....
৯. স¦াধীন হবার জন্য....
১০. প্রকৃত জ্ঞানের স্পৃহা—-
১১. ভবিষ্যতের ভাবনা.....
১২. অতীতকে ভুলে যাও..
১৩. ছাত্র জীবন আমাদের
১৪. শ্রমকে শ্রদ্ধার সাথে ....
১৫. তুমি জীবনকে সুন্দর
১৬. মাতৃস্নেহের তুলনা
১৭. বার্ধক্য তাহাই
১৮. সময় ও স্রোত-
সারমর্ম
১. ছোট ছোট বালুকার....
২. স্বাধীনতা ¯পর্শ মনি.....
৩. এসেছে নতুন শিশু.....
৪. পরের মুখে শেখা——
৫. নদী কভু পান নাহি......
৬. একদা ছিলনা জুতা.....
৭. দাও ফিরে সে অরন্য....
৮.সিনধু তীরে খেলে......
৯. সবারে বাসিব ভালো——
১০. পরের কারনে স্বার্থ....
১১. সব সাধকের বড়——
১২. নিন্দুকেরে বাসি আমি..
১৩. সার্থক জন্ম মোর.....
১৪. বসুমতি কেন তুমি——
১৫। বহুদিন ধরে—-
১৬। দন্ডিতের সাথে—-
৫। প্রবন্ধ : ( ৫ টি থাকিবে। ১ টির উত্তর করিতে হইবে) : ২০
১। স্বদেশপ্রেম
২। অধ্যবসায়
৩। সময়ের মূল্য
৪। দৈনন্দিন জীবনে বিজ্ঞানের অবদান
৫। শিষ্টাচার
৬। পরিবেশ দূষণ ও তার প্রতিকার
৭। বৃক্ষরোপণ অভিযান
৮। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
৯। একটি শীতের সকাল
১০। একটি বর্ষণমুখর সন্ধ্যা
১১। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য
১২। দ্রব্যমূল্য বৃদ্ধি ও তার প্রতিকার
১৩। তোমার প্রিয় ব্যক্তিত্ব (শেখ মুজিবুর রহমান)
১৪। সংবাদপত্র
১৫। ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
১৬। তোমার শৈশব স্মৃতি
১৭। ডিজিটাল বাংলাদেশ
Post a Comment