প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ইসলাম শিক্ষা প্রস্তুতি:চতুর্থ অধ্যায়: কুরআন মাজিদ শিক্ষা
চতুর্থ অধ্যায়: কুরআন মাজিদ শিক্ষা
প্রশ্ন: কুরআন মাজিদ কার বাণী? কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
উত্তর: কুরআন মাজিদ যার বাণী: কুরআন মাজিদ আল্লাহর বাণী। এটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। আল্লাহ তা’আলা তাঁর সর্বশেষ ও সর্বশ্রেষ্ট রাসূল হযরত মুহাম্মদ (স:) এর নিকট ফেরেশতা হযরত জিবরাঈল (আ) এর মাধ্যমে এ কিতাব নাযিল করেন। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে গোটা মানবজাতির সুন্দর ও সঠিক পথের নির্দেশনা রয়েছে। কোন পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে। আখিরাতের কঠিন জাহান্নামের শান্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতের পরম সুখ-শান্তি লাভ করবে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ঐশী গ্রন্থ কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উত্স। এই পবিত্র কুরআন মাজিদ মানবজাতির পথ প্রদর্শক। যা সত্য-মিথ্যা, ন্যায়, অন্যায়, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী।
কুরআন মাজিদ তিলাওয়াত করার উদ্দেশ্য:
কুরআন মাজিদ তিলাওয়াত করার চারটি উদ্দেশ্য তা হলো-
ক) সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা।
খ) এর অর্থ বোঝা।
গ) মহান আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা।
ঘ) আল্লাহ তা’আলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
প্রশ্নঃ মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোনো দুইটি উদাহরণসহ লিখ।
উত্তর ঃ মাখরাজ এর পরিচয়: মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার জায়গা। আরবি ভাষায় মোট ২৯টি হরফ বা বর্ণ আছে। আরবি ভাষার শব্দ উচ্চারণ করার সময় আমাদের মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয়। উচ্চারিত হওয়ার এসব স্থানকে মাখরাজ বলে।
মাখরাজের সংখ্যা: আরবি ২৯টি হরফ মুখের ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়। তাই মাখরাজের সংখ্যা মোট ১৭টি।
দুইটি মাখারাজের উদাহরণ ঃ
ক) আলিফ বা যবব ‘আব’: এখানে ‘বা’ হরফটি উচ্চারণের সময় আওয়াজ দুই ঠোঁটে এসে থেমে গেছে। সুতরাং বা হরফের মাখরাজ দুই ঠোঁট।
খ) আলিফ খা যবব ‘আখ’। এখানে খা হরফের উচ্চারণে কণ্ঠনালীতে আওয়াজ থেমে গেছে। তাই খা বর্ণের মাখরাজ হলো কণ্ঠনালী।
প্রশ্ন: সূরা ‘আল ফীল’ এর অর্থ লিখ।
উত্তর ঃ সূরা ‘আল ফীল’ এর অর্থ: সূরা ‘আল ফীল’ মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা পাঁচ। নিচে সূরা আল ফীলের অর্থ দেয়া হলো-
আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কিরূপ আচরণ করেছিলেন?
তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি?
(এবং) তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।
যেগুলো তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করেছিলো।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত ঘাসের ন্যায় করে দেন।
প্রশ্নঃ সূরা ‘আল কাওসার’ এর বাংলা অর্থ লিখ।
উত্তর ঃ সূরা ‘আল কাওসার’ এর বাংলা অর্থ: সূরা আল কাওসার মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা তিন। নিম্নে সূরা আল কাওসারের বাংলা অর্থ দেয়া হলো-
নিশ্চয়ই আমি আপনাকে কাওসার (ঝর্ণাধারা) দান করেছি।
অতএব, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্ধেষ পোষনকারীইতো নির্বংশ।
শূন্যস্থান পূরণ করো:
ক) কুরআন মাজিদ ........বাণী।
খ) আরবি হরফ ..........টি।
গ) কুরআন মাজিদ আল্লাহ তা’আলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ............ কিতাব।
ঘ) মাখরাজ অর্থ ........... জায়গা।
ঙ) ওয়াকফ .............. শব্দ।
চ) বাংলা আমাদের ...........।
ছ) কুরআন মাজিদ ............ ভাষায় নাযিল হয়েছে।
জ) কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট ও ...............।
ঝ) গুন্নাহ অর্থ ............... অনুরণন।
ঞ) ইদগাম অর্থ ............. উচ্চারণ।
ট) ইদগাম .............প্রকার।
ঠ) সূরা কুরাইশ এর আয়াত সংখ্যা ............।
ড) সূরা আল মাঊন এর আয়াত সংখ্যা.............।
উত্তরমালা: ক) আল্লাহর, খ) ২৯টি গ) আসমানি ঘ) উচ্চারণের ঙ)
আরবি চ) মাতৃভাষা ছ) আরবি জ) সুন্দর ভাবে ঝ) নাসিকায়
ঞ) যুক্ত ট) দুই ঠ) চার ড) সাত
নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি শুদ্ধ সেটির ডান পাশে ‘শুদ্ধ’
এবং যেটি অশুদ্ধ সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো।
ক. কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য চারটি।
খ. কুরআন মাজিদের হিফাযতকারী ফেরেশতাগণ।
গ. গুন্নাহ করা নফল।
ঘ. আমাদের মহানবি (সঃ) এর ভাষা ছিল আরবি।
ঙ. কুরআন মাজিদ শুদ্ধ করে তিলাওয়াতের নিয়ম কে তাজবিদ বলে।
চ. আরবি হরফ উচ্চারণের স্থান ১৬ টি।
ছ. কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উত্স।
জ. সূরা আল কাফিরুনের আয়াত সংখ্যা ৫ টি।
ঝ. ইদগাম অর্থ যুক্ত উচ্চারণ।
ঞ. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে ইদগাম বলা হয়।
ট. ওয়াকফ এর অর্থ থামা।
ঠ. তাজবিদ এর শাব্দিক অর্থ বিন্যাস করা।
উত্তরমালা ঃ ক. শুদ্ধ খ. অশুদ্ধ গ. অশুদ্ধ ঘ. শুদ্ধ ঙ. শুদ্ধ চ. অশুদ্ধ ছ.
শুদ্ধ জ. অশুদ্ধ ঝ. শুদ্ধ ঞ. শুদ্ধ ট. শুদ্ধ ঠ. শুদ্ধ
সঠিক উত্তরটি খাতায় লিখ (যোগ্যতাভিত্তিক )
১। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ?
ক.২টি খ.৩টি গ.৪টি ঘ.৫টি
২। মাখরাজ শব্দের অর্থ
ক. সুন্দর উচ্চারণ খ. বের হওয়ার জায়গা
গ. উচ্চারণের নিয়ম ঘ. প্রবেশের জায়গা
৩. সূরা আল কাওসার এর আয়াত সংখ্যা কয়টি
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪। কুরআন মাজিদ সংরক্ষিত আছে
ক. পবিত্র কাবাঘরে খ. বায়তুল মোকাররমে
গ. সপ্তম আসমানে ঘ. লাওহে মাহফুজে
৫। কুরআন মাজিদ নাযিল করা হয়েছে-
ক. মানুষকে ভয় দেয়ার জন্য খ. শাস্তি দেয়ার জন্য
গ. বিপথে পরিচালিত করার জন্য
ঘ. সঠিক ও সুন্দর পথ দেখানোর জন্য
৬। পবিত্র কুরআন মাজিদ হলো-
ক. হক ও কতিলের সমন্বয়কারী খ. অন্যায়ের সর্মথনকারী
গ. মিথ্যার ইন্ধনদাতা ঘ. সত্য ও মিথ্যার প্রভেদকারী
৭। কুরআন মাজিদ কার বাণী
ক.আল্লাহর খ.রাসুল(স)এর
গ. মানুষের ঘ. জ্বিনদের
উত্তরমালাঃ ১.গ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক
প্রশ্ন: কুরআন মাজিদ কার বাণী? কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ও কী কী?
উত্তর: কুরআন মাজিদ যার বাণী: কুরআন মাজিদ আল্লাহর বাণী। এটি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। আল্লাহ তা’আলা তাঁর সর্বশেষ ও সর্বশ্রেষ্ট রাসূল হযরত মুহাম্মদ (স:) এর নিকট ফেরেশতা হযরত জিবরাঈল (আ) এর মাধ্যমে এ কিতাব নাযিল করেন। এটি একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে গোটা মানবজাতির সুন্দর ও সঠিক পথের নির্দেশনা রয়েছে। কোন পথে চললে মানুষ দুনিয়াতে শান্তি পাবে। আখিরাতের কঠিন জাহান্নামের শান্তি থেকে মুক্তি পাবে এবং জান্নাতের পরম সুখ-শান্তি লাভ করবে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ঐশী গ্রন্থ কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উত্স। এই পবিত্র কুরআন মাজিদ মানবজাতির পথ প্রদর্শক। যা সত্য-মিথ্যা, ন্যায়, অন্যায়, হক ও বাতিলের মধ্যে পার্থক্যকারী।
কুরআন মাজিদ তিলাওয়াত করার উদ্দেশ্য:
কুরআন মাজিদ তিলাওয়াত করার চারটি উদ্দেশ্য তা হলো-
ক) সহিহ শুদ্ধভাবে তিলাওয়াত করা।
খ) এর অর্থ বোঝা।
গ) মহান আল্লাহ যা আদেশ করেছেন তা পালন করা।
ঘ) আল্লাহ তা’আলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা।
প্রশ্নঃ মাখরাজ কাকে বলে? মাখরাজ কয়টি? যেকোনো দুইটি উদাহরণসহ লিখ।
উত্তর ঃ মাখরাজ এর পরিচয়: মাখরাজ শব্দের অর্থ হলো বের হওয়ার জায়গা। আরবি ভাষায় মোট ২৯টি হরফ বা বর্ণ আছে। আরবি ভাষার শব্দ উচ্চারণ করার সময় আমাদের মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয়। উচ্চারিত হওয়ার এসব স্থানকে মাখরাজ বলে।
মাখরাজের সংখ্যা: আরবি ২৯টি হরফ মুখের ১৭টি স্থান থেকে উচ্চারিত হয়। তাই মাখরাজের সংখ্যা মোট ১৭টি।
দুইটি মাখারাজের উদাহরণ ঃ
ক) আলিফ বা যবব ‘আব’: এখানে ‘বা’ হরফটি উচ্চারণের সময় আওয়াজ দুই ঠোঁটে এসে থেমে গেছে। সুতরাং বা হরফের মাখরাজ দুই ঠোঁট।
খ) আলিফ খা যবব ‘আখ’। এখানে খা হরফের উচ্চারণে কণ্ঠনালীতে আওয়াজ থেমে গেছে। তাই খা বর্ণের মাখরাজ হলো কণ্ঠনালী।
প্রশ্ন: সূরা ‘আল ফীল’ এর অর্থ লিখ।
উত্তর ঃ সূরা ‘আল ফীল’ এর অর্থ: সূরা ‘আল ফীল’ মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা পাঁচ। নিচে সূরা আল ফীলের অর্থ দেয়া হলো-
আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতিওয়ালাদের প্রতি কিরূপ আচরণ করেছিলেন?
তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি?
(এবং) তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন।
যেগুলো তাদের ওপর কঙ্কর নিক্ষেপ করেছিলো।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত ঘাসের ন্যায় করে দেন।
প্রশ্নঃ সূরা ‘আল কাওসার’ এর বাংলা অর্থ লিখ।
উত্তর ঃ সূরা ‘আল কাওসার’ এর বাংলা অর্থ: সূরা আল কাওসার মক্কায় অবতীর্ণ হয়। এর আয়াত সংখ্যা তিন। নিম্নে সূরা আল কাওসারের বাংলা অর্থ দেয়া হলো-
নিশ্চয়ই আমি আপনাকে কাওসার (ঝর্ণাধারা) দান করেছি।
অতএব, আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার প্রতি বিদ্ধেষ পোষনকারীইতো নির্বংশ।
শূন্যস্থান পূরণ করো:
ক) কুরআন মাজিদ ........বাণী।
খ) আরবি হরফ ..........টি।
গ) কুরআন মাজিদ আল্লাহ তা’আলার সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ ............ কিতাব।
ঘ) মাখরাজ অর্থ ........... জায়গা।
ঙ) ওয়াকফ .............. শব্দ।
চ) বাংলা আমাদের ...........।
ছ) কুরআন মাজিদ ............ ভাষায় নাযিল হয়েছে।
জ) কুরআন আবৃত্তি করো ধীরে ধীরে স্পষ্ট ও ...............।
ঝ) গুন্নাহ অর্থ ............... অনুরণন।
ঞ) ইদগাম অর্থ ............. উচ্চারণ।
ট) ইদগাম .............প্রকার।
ঠ) সূরা কুরাইশ এর আয়াত সংখ্যা ............।
ড) সূরা আল মাঊন এর আয়াত সংখ্যা.............।
উত্তরমালা: ক) আল্লাহর, খ) ২৯টি গ) আসমানি ঘ) উচ্চারণের ঙ)
আরবি চ) মাতৃভাষা ছ) আরবি জ) সুন্দর ভাবে ঝ) নাসিকায়
ঞ) যুক্ত ট) দুই ঠ) চার ড) সাত
নিচের বাক্যগুলো খাতায় লিখে যেটি শুদ্ধ সেটির ডান পাশে ‘শুদ্ধ’
এবং যেটি অশুদ্ধ সেটির ডান পাশে ‘অশুদ্ধ’ লেখো।
ক. কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য চারটি।
খ. কুরআন মাজিদের হিফাযতকারী ফেরেশতাগণ।
গ. গুন্নাহ করা নফল।
ঘ. আমাদের মহানবি (সঃ) এর ভাষা ছিল আরবি।
ঙ. কুরআন মাজিদ শুদ্ধ করে তিলাওয়াতের নিয়ম কে তাজবিদ বলে।
চ. আরবি হরফ উচ্চারণের স্থান ১৬ টি।
ছ. কুরআন মাজিদ সকল প্রকার জ্ঞান বিজ্ঞানের উত্স।
জ. সূরা আল কাফিরুনের আয়াত সংখ্যা ৫ টি।
ঝ. ইদগাম অর্থ যুক্ত উচ্চারণ।
ঞ. দুই অক্ষরের যুক্ত উচ্চারণকে ইদগাম বলা হয়।
ট. ওয়াকফ এর অর্থ থামা।
ঠ. তাজবিদ এর শাব্দিক অর্থ বিন্যাস করা।
উত্তরমালা ঃ ক. শুদ্ধ খ. অশুদ্ধ গ. অশুদ্ধ ঘ. শুদ্ধ ঙ. শুদ্ধ চ. অশুদ্ধ ছ.
শুদ্ধ জ. অশুদ্ধ ঝ. শুদ্ধ ঞ. শুদ্ধ ট. শুদ্ধ ঠ. শুদ্ধ
সঠিক উত্তরটি খাতায় লিখ (যোগ্যতাভিত্তিক )
১। কুরআন মাজিদ তিলাওয়াতের উদ্দেশ্য কয়টি ?
ক.২টি খ.৩টি গ.৪টি ঘ.৫টি
২। মাখরাজ শব্দের অর্থ
ক. সুন্দর উচ্চারণ খ. বের হওয়ার জায়গা
গ. উচ্চারণের নিয়ম ঘ. প্রবেশের জায়গা
৩. সূরা আল কাওসার এর আয়াত সংখ্যা কয়টি
ক. ২টি খ. ৩টি গ. ৪টি ঘ. ৫টি
৪। কুরআন মাজিদ সংরক্ষিত আছে
ক. পবিত্র কাবাঘরে খ. বায়তুল মোকাররমে
গ. সপ্তম আসমানে ঘ. লাওহে মাহফুজে
৫। কুরআন মাজিদ নাযিল করা হয়েছে-
ক. মানুষকে ভয় দেয়ার জন্য খ. শাস্তি দেয়ার জন্য
গ. বিপথে পরিচালিত করার জন্য
ঘ. সঠিক ও সুন্দর পথ দেখানোর জন্য
৬। পবিত্র কুরআন মাজিদ হলো-
ক. হক ও কতিলের সমন্বয়কারী খ. অন্যায়ের সর্মথনকারী
গ. মিথ্যার ইন্ধনদাতা ঘ. সত্য ও মিথ্যার প্রভেদকারী
৭। কুরআন মাজিদ কার বাণী
ক.আল্লাহর খ.রাসুল(স)এর
গ. মানুষের ঘ. জ্বিনদের
উত্তরমালাঃ ১.গ ২.খ ৩.খ ৪.ঘ ৫.ঘ ৬.ঘ ৭.ক
Post a Comment