Primary School certificate Exam Routine -2012
Date
|
Subject Name
|
Time
|
21/11/12
|
গণিত
|
11 am-1.00 pm
|
22/11/12
|
বাংলা,
|
11 am-1.00 pm
|
26/11/12
|
ইংরেজি
|
11 am-1.00 pm
|
27/11/12
|
পরিবেশ পরিচিতি বিজ্ঞান
|
11 am-1.00 pm
|
28/11/12
|
পরিবেশ পরিচিতি সমাজ
|
11 am-1.00 pm
|
29/11/12
|
ধর্ম
|
11 am-1.00 pm
|
ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শ্যামল কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ২৭ ডিসেম্বর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। ৩১ ডিসেম্বর শিক্ষার্থীরা নম্বরপত্র পাবে এবং উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২০ জানুয়ারি সনদপত্র দেওয়া হবে।
প্রতিদিন সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত এ পরীক্ষা হবে। পরীক্ষার ফি ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফছারুল আমীন বলেন, এবার প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে।
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। প্রথমবারের মতো ২০১১ সালের ফল গ্রেডিং পদ্ধতিতে প্রকাশ হয়েছে। এবারও গ্রেডিং পদ্ধতিতে ফল প্রকাশ করা হবে বলে মন্ত্রী জানান।
Post a Comment