0

Bangla-বাংলা (মডেল প্রশ্ন-৩) for PEC Exam

বাংলা (মডেল প্রশ্ন-৩)
সময়-২ ঘণ্টা :পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য : ডানপাশের সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক)

১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ : ১ু১০=১০

১) 'অপেক্ষা' গল্পে রুবার বয়স কত?
ক. দশ বছর খ. এগার বছর
গ. বারো বছর ঘ. তের বছর
২) নিচের কোনটি কবি সুনির্মল বসু রচিত গ্রন্থ?
ক. রসমালাই খ. সন্দেশ
গ. ছানা বড়া ঘ. রসগোল্লা
৩) 'এরা খুবই নিরীহ প্রাণী।'_ কারা?
ক. গণ্ডার খ. চিতাবাঘ
গ. গরিলা ঘ. ঘরিয়াল
৪) কবি সৈয়দ আলী আহসান কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. মাগুরা খ. সিরাজগঞ্জ
গ. নরসিংদী ঘ. কুমিল্লা
৫) মওলানা আবদুল হামিদ খান ভাসানী কোন জেলার অধিবাসী ছিলেন?
ক. বগুড়া খ. মাগুরা
গ. সিরাজগঞ্জ ঘ. টাঙ্গাইল
৬) নিচের কোন গাছটি অঙ্গ সৌন্দর্য ও সৌরভের জন্য বিখ্যাত?
ক. সিনকোনা খ. সেগুন
গ. নয়ন তারা ঘ. চন্দন
৭) অঞ্জনা কোন বিভাগের ছাত্রী?
ক. ভাষাতত্ত্ব খ. প্রত্নতত্ত্ব
গ. নৃতত্ত্ব ঘ. সাহিত্যতত্ত্ব
৮) আফ্রিকার উপজাতিরা দূরদূরান্তে কীভাবে সংবাদ পাঠাত?
ক. শিঙ্গা ফুঁকে খ. আগুন জ্বালিয়ে
গ. ঢোল পিটিয়ে ঘ. তীর ছুড়ে
৯) বাঁশের কেল্লার সঙ্গে কার নামটি জড়িত আছে?
ক. শায়েস্তা খাঁ খ. টিপু সুলতান
গ. মীর জাফর ঘ. তিতুমীর
১০) জ্ঞানী ব্যক্তির মতে কোনটি বরফের চেয়েও শীতল?
ক. ঈর্ষান্বিত ব্যক্তি খ. স্বজনবিমুখ হৃদয়
গ. প্রবীণ ব্যক্তি ঘ. পাপিষ্ঠ হৃদয়
২। কবিতা ও কবির নাম উল্লেখ করে 'সবার আমি ছাত্র' অথবা 'কে?' কবিতার প্রথম ৮ লাইন মুখস্থ লেখ। ১+১+৮=১০
৩। প্রসঙ্গ উল্লেখ করে বুঝিয়ে লেখ (যে কোনো ১ টি) ৫
ক) পোড়া মাটির এই ফলক বাংলার প্রাচীন মৃৎশিল্প
খ) ঝাউয়ের শাখায় পাখির পাখায় হীরে-মানিক জ্বলে।
৪। নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর লেখ। ৪ু৩=১২
ক) মহাস্থানগড়ের ধ্বংসাবশেষ থেকে কী কী নিদর্শন পাওয়া গেছে?
খ) মওলানা ভাসানী এ দেশের মানুষের জন্য স্বাধীন পৃথক দেশ করার কথা কখন এবং কেন বললেন?
গ) আমাদের জীবনে গাছপালা কী কী কাজে লাগে?
ঘ) 'তোমরা কি ভাই নীল আকাশের তারা?'-এ কথা কে, কাকে, কেন বলেছে?
ঙ) পাখির মনের মধ্যে সব সময় কী জেগে থাকত?
৫। নিচের শব্দ দিয়ে বাক্য রচনা কর (যে কোনো ৫টি) ১ু৫=৫
কৃতজ্ঞতা, গুজরান, নাজুক, স্বতঃস্ফূর্ত, মন্ত্রণা, উদগ্রীব।
৬। নিচের অনুচ্ছেদটিতে বিরাম চিহ্ন বসাও :
এ দেশের মানুষের মন যে শিল্পীর মন এগুলো তার পরিচয় বহন করে তোমরা কাগজে পড়েছ সম্প্রতি নরসিংদীর ওয়ারী বটেশ্বরে পাওয়া গেছে প্রায় হাজার বছর আগের সভ্যতার নিদর্শন মাটি খুঁড়ে পাওয়া গেছে নানা ধরনের সুন্দর মাটির পাত্র আর ফলক।
৭। প্রদত্ত অনুচ্ছেদ পড়ে পাঁচটি প্রশ্ন তৈরি কর : ১ু৫=৫
প্রাচীনকাল থেকে মানুষ ভাব প্রকাশ করার জন্য গান করে এসেছে। কাজে উদ্দীপনা সৃষ্টির জন্য শ্রমজীবী মানুষ সমন্বয়ে গান করে থাকে। এগুলোকে বলা হয় শ্রম সঙ্গীত। শ্রমজীবী মানুষ ছাদপেটায় আর শ্রম লাঘব করার জন্য সমস্বরে ছাদ পেটানোর গান গায়। ধান কাটার সময় এবং ফসল তোলার সময় কৃষক গান করে। এভাবে মানুষ শ্রমের সঙ্গে বিনোদনকে যুক্ত করে। তখন শ্রম হয়ে ওঠে আনন্দদায়ক। বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান হলে ছেলেমেয়েরা গান করে। বিয়ের উৎসবেও গান গাওয়া হয়।
৮। নিচের যুক্তবর্ণ ব্যবহার করে শব্দ গঠন কর
(যে কোনো ৫টি) ১ু৫=৫
ক্ল, ষ্ট, ন্ধ, ঙ্গ, ষ্ক, ঞ্জ, ত্ন।
৯। বিপরীত শব্দ লেখ (যে কোনো ৫টি) ১ু৫=৫
লাভ, প্রশংসা, মৃত্যু, বিঘ্ন, সাহসী, দোস্ত।
১০। এককথায় প্রকাশ কর (যে কোনো ৫টি) ১ু৫=৫
বিচার নেই এমন, মেধা আছে এমন, বরণ করার যোগ্য, নিজের ওপর আস্থা আছে যার, মাথানত করে অভিবাদন করা, প্রাচীর বা দেয়াল ঘেরা সেনানিবাস।
১১। প্রদত্ত বাক্যগুলোর ক্রিয়াপদগুলোর চলিত রূপ লেখ (যে কোনো ৫টি) ১ু৫=৫
ক) জালে উঠিল কেবল একটা মোটা গাছের গুঁড়ি।
খ) দৈত্যটা জালাটার ভিতরে ঢুকিয়া গেল।
গ) টোনা দোয়েলের সেবা করিতেছে।
ঘ) মৃত্যুর কথায় জেলের মুখ শুকাইয়া গেল।
ঙ) শিশুটি শীতে কাঁপিতেছে।
চ) তোমার কথার অবাধ্য হইব না।
১২। সংক্ষেপে উত্তর লেখ (যে কোনো ৪টি) ২ু৪=৮
ক) 'ওয়েব'-এর পুরো নাম কী?
খ) খোলা মাঠের কাছ থেকে আমরা কী উপদেশ পাই?
গ) কোন জায়গায় মানুষ এক অদ্ভুত পাথরের সন্ধান পেয়েছিল?
ঘ) 'বেতার' বলতে কী বোঝায়?
ঙ) একদিন সকালে বাদশাহ কী দেখতে পেলেন?
চ) আউশের খেত কীভাবে জলে ভরে যায়?
১৩। 'দেশের জন্য' অথবা 'পাখি' কবিতার মূলভাব নিজের ভাষায় লেখ। ৮
১৪। ১৫০ শব্দের মধ্যে নিচের যে কোনো একটি বিষয়ের ওপর রচনা লেখ : ১২
একুশে ফেব্রুয়ারি, আমার শখ, বাংলাদেশের কৃষক, প্রাণিজগৎ, পিতা-মাতার প্রতি কর্তব্য।

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top